হোম > বিশ্ব > ইউরোপ

পুতিনকে কোনো ছাড় নয়: জেলেনস্কি

হাঙ্গেরির বুদাপেস্টে ভলদিমির জেলেনস্কি। ছবি: প্রাভদা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন পুতিনকে কোনো ছাড় দেওয়ার ধারণা ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য। ছাড় দেওয়া হলে পুরো বিষয়টি ইউরোপের জন্য আত্মহত্যার শামিল হবে বলেও মনে করেন তিনি।

বৃহস্পতিবার ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভদা জানিয়েছে, হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলনে যোগ দিয়ে এ ধরনের মন্তব্য করেছেন জেলেনস্কি। দাবি করেছেন, রাশিয়ার যুদ্ধ আগের চেয়ে এখন অনেক বেশি তীব্র হয়েছে। কারণ উত্তর কোরিয়া এখন ইউরোপের যুদ্ধের ময়দানে এসেছে।

এর আগে গত জুলাইয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্মেলনের কথা স্মরণ করে জেলেনস্কি জানান, সেই সময় পুতিনকে ছাড় দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক কথা হয়েছিল। তিনি বলেন, ‘এখানে উপস্থিত কয়েকজন পুতিনকে ইউক্রেনের ছাড় দেওয়া উচিত বলে মনে করছেন। এটি ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য এবং সমগ্র ইউরোপের জন্য আত্মঘাতী।’

তিনি আরও বলেন, ‘তাহলে এর পরে কী হবে? ইউরোপের কি কিম জং উনের সহানুভূতি আশা করা উচিত হবে যে, তিনি ইউরোপ ছেড়ে চলে যাবেন? একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও শান্তিপূর্ণ ইউরোপ গড়তে পারেন এমন কোনো শক্তিশালী নেতা নেই, এমনকি এটি কল্পনার মধ্যেও নেই।’

বক্তব্যের একপর্যায়ে শান্তির জন্য শক্তি প্রয়োজন বলেও উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘শক্তির মাধ্যমে শান্তি—ধারণাটি বারবার এর বাস্তবতা ও কার্যকারিতা প্রমাণ করেছে। এখন এটি আবারও প্রয়োজন এবং এমন কোনো বিভ্রম থাকা উচিত নয় যে, আপনি দুর্বলতা দেখিয়ে বা কোনো ইউরোপীয় দেশের আত্মসমর্পণের মাধ্যমে একটি ন্যায়সংগত শান্তি আনতে পারবেন।’

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের