হোম > বিশ্ব > ইউরোপ

রুশ বিপ্লবের পর প্রথম রাশিয়ার মাটিতে বিয়ে করল জারের বংশধর

রাশিয়ায় রুশ বিপ্লবের পর এই প্রথম জারের কোনো বংশধর রাশিয়ার মাটিতে বিয়ে করেছেন। গতকাল শুক্রবার রাশিয়ার সর্বশেষ জার নিকোলাস–২ এর বংশধর ডিউক জর্জ মিখাইলোভিচ রোমানভ ও ইতালিয়ান নাগরিক ভিক্টোরিয়া রোমানভ বেত্তারিনীর মধ্যে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি গির্জায় এই বিয়ে সম্পন্ন হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে। 

রাশিয়ার অর্থোডক্স পাদ্রীরা এই বিয়ে পরিচালনা করেন। বিয়েতে মিখাইলোভিচের মাসহ ইউরোপের কয়েকটি ক্ষুদ্র রাজবংশের অতিথিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মারিয়া ভ্লাদিমিরভনা উপস্থিত ছিলেন, যিনি নিজেকে রাশিয়ার রাজবংশের সিংহাসনের উত্তরাধিকার হিসেবে দাবি করেন। 

মিখাইলোভিচের দাদা ডিউক কিরিল ভ্লাদিমিরোভিচ ১৯১৭ সালে রাশিয়ায় রুশ বিপ্লবের সময় পালিয়ে প্রথমে ফিনল্যান্ড এবং সেখান থেকে পরে পশ্চিম ইউরোপে বসবাস শুরু করেন। 

মিখাইলোভিচের জন্ম স্পেনের মাদ্রিদে। তিনি তাঁর জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন স্পেন এবং ফ্রান্সে। বর্তমানে তাঁর বয়স ৪০ বছর। তিনি সর্বপ্রথম ১৯৯২ সালে রাশিয়ায় আসেন এবং ২০১৯ সাল থেকে স্থায়ীভাবে রাশিয়ায় বসবাস শুরু করেন। এ সময় তিনি কয়েকটি দাতব্য সংস্থায় কাজ করেন। 

মিখাইলোভিচের স্ত্রী বেত্তারিনীর বয়স ৩৯ বছর। তিনি গত বছর রাশিয়ান অর্থোডক্স ধর্মে দীক্ষিত হন এবং নাম পাল্টে রাখেন বেত্তারিনী রোমানভনা। বেত্তারিনীর বাবা ইতালির কূটনৈতিক বিভাগে চাকরি করেন। 

উল্লেখ্য, রাশিয়ার শেষ জার নিকোলাস–২, তাঁর স্ত্রী এবং পাঁচ সন্তানকে ১৯১৮ সালে ওই সময়ের বিপ্লবীরা পূর্ব মস্কোর একটি জায়গায় হত্যা করে। বলশেভিক বিপ্লবের আগে রোমানভ রাজবংশ রাশিয়ায় প্রায় তিনশ বছরের বেশি শাসন করে। ২০০০ সালে রাশিয়ার অর্থোডক্স গির্জা রাশিয়ার সর্বশেষ জার নিকোলাস–২ কে মরণোত্তর পাদরি হিসেবে ঘোষণা করেন। 

চেরনোবিল পারমাণবিক চুল্লি ক্ষতিগ্রস্ত, তেজস্ক্রিয় বিকিরণের বিষয়ে জাতিসংঘের সতর্কবার্তা

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল