হোম > বিশ্ব > ইউরোপ

আসন্ন শীতেই তীব্র গ্যাস সংকটে পড়তে যাচ্ছে জার্মানি

ইউরোপে শীত আসতে আর বেশি দেরি নেই। ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে ইউরোপের ঘরে ঘরে হিটার জ্বালাতে হয়। আর রুম হিটার জ্বালাতে গিয়েই ইউরোপের দেশগুলোতে বেড়ে যায় গ্যাসের চাহিদা। একই অবস্থা ইউরোপের অন্যতম দেশ জার্মানির। কিন্তু আগামী শীত মৌসুম শুরুর আগেই জার্মানি তীব্র গ্যাস সংকটে পড়তে যাচ্ছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুলার বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল ১ অক্টোবরের মধ্যে গ্যাসের মজুত অন্তত ৮৫ শতাংশ পূর্ণ করা। তবে এটি এখন কোনোভাবেই সম্ভব নয়।’ আগামী নভেম্বরের মধ্যে দেশটির মোট গ্যাস চাহিদার বিপরীতে মজুত ৯৫ শতাংশ পূরণের যে পরিকল্পনা ছিল তাও ব্যর্থ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিন। 

এর আগে, গ্যাস সংকট মোকাবিলায় গত মাসে একাধিক পরিকল্পনা ঘোষণা করেছিলেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। সেসময় দেশটির গ্যাসের মজুত ছিল সক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। গত সপ্তাহে তা ৭৫ শতাংশে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যে গ্যাসের মজুত ১০ শতাংশ বাড়ানো সম্ভব হলেও এর আর পরিকল্পনা অনুযায়ী আগানো সম্ভব হয়নি। এ জন্য কিছু গ্যাস মজুত ডিপোগুলোর শ্লথ কার্যক্রমকে দায়ী করেছেন মুলার। 

দেশের গ্যাস মজুতের এই অবস্থায় গ্যাস ব্যবহারে সতর্ক হওয়া ছাড়া নাগরিকদের সামনে আর কোনো বিকল্প নেই জানিয়ে মুলার বলেছেন, ‘শুধু আসন্ন শীত নয়। পরবর্তী শীতেও আমাদের গ্যাস নিয়ে টানাটানি থাকবে। এ সময় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই অন্তত এক বছরের গ্যাসসংকট মোকাবিলার পরিকল্পনা নিয়ে এখন থেকেই আমাদের গ্যাসের ব্যবহার কমাতে হবে।’ 

উল্লেখ্য, নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে ইউরোপে গ্যাস, জ্বালানি তেলসহ বিভিন্ন রুশ পণ্যের রপ্তানি কমেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি সবচেয়ে বেশি রুশ গ্যাস ও জ্বালানি নির্ভর। 

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা