হোম > বিশ্ব > ইউরোপ

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী, আশঙ্কা রাজনৈতিক অস্থিরতার

পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। ইতালির স্থানীয় সময় আজ বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি। তাঁর নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্যের সরকারের অংশীদের মধ্যে ফাটল ধরায় পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তাঁর পদত্যাগের ফলে দেশটির অর্থনৈতিক সংকট আরও গভীর হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা ও প্রধানমন্ত্রী দ্রাঘি দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সঙ্গে এক বৈঠক শেষে তাঁর পদত্যাগপত্র জমা দেন। ইতালির প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, দ্রাঘির পদত্যাগের বিষয়টি আমলে নিয়েছেন প্রেসিডেন্ট। এবং তিনি প্রধানমন্ত্রীকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর পদত্যাগের ফলে উদ্ভূত সংকট নিরসনে প্রেসিডেন্ট মাত্তারেল্লা স্থানীয় সময় আজ বিকেলে দেশটির পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে রয়টার্স। স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই দেশটির পার্লামেন্ট ভেঙে দিতে পারেন প্রেসিডেন্ট এবং আগামী অক্টোবরে দেশটির জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন।

এর আগে, গত বুধবার মারিও দ্রাঘির নেতৃত্বাধীন জোটের তিন প্রধান শরিক দ্রাঘির ঐক্যের আহ্বানে সাড়া না দেওয়ায় ভাঙনের মুখে পড়ে জোট। এর মধ্য দিয়ে, দেশটিতে দীর্ঘদিনের রাজনৈতিক স্থিতিশীলতার অবসান হলো। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট