হোম > বিশ্ব > ইউরোপ

সিরিয়ায় তুরস্ককে ‘সংযম’ দেখানোর আহ্বান রাশিয়ার

তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় গত ১৩ নভেম্বর ছয়জন নিহত ও কমপক্ষে ৮০ জন আহত হয়। এই হামলার জেরে গত শনিবার দিবাগত রাতে সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকের বিভিন্ন অঞ্চলে ‘সন্ত্রাসীদের আস্তানা’ লক্ষ্য করে হামলা চালায় তুরস্কের সেনাবাহিনী। 

ব্রিটিশভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, তুরস্কের এই হামলায় ৩৭ জন নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে সিরিয়ায় তুরস্ককে ‘সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। 

আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। 

রাশিয়া বলছে, তারা আশাবাদী যে সিরিয়ায় তুরস্ক ‘সংযম’ দেখাবে এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ’ থেকে বিরত থাকবে। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আলেক্সান্ডার লাভরেন্টিয়েভ বলেন, ‘আশা রাখছি আমরা তুর্কি সহকর্মীদের উত্তেজনা বৃদ্ধি এড়াত সিরিয়ার ভূখণ্ডে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকার বিষয়টি বোঝাতে পেরেছি।’ 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ থেকে উদ্ভূত আমাদের আত্মরক্ষার অধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পেন্স কিলিক বিমান অভিযানটি ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে পরিচালিত হয়েছে। জায়গাগুলো সন্ত্রাসীদের মাধ্যমে আমাদের দেশে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। 

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বরের ইস্তাম্বুলে হামলা নিয়ে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং সহযোগী সিরিয়ান কুর্দি গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে আঙ্কারা। তবে ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন কুর্দি যোদ্ধারা।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট