হোম > বিশ্ব > ইউরোপ

মস্কো যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আজ সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে যাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, একটি ঝুঁকিপূর্ণ কূটনৈতিক পদক্ষেপের অংশ হিসেবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। ইমানুয়েল মাখোঁ ইউক্রেন-রাশিয়া উত্তেজনা প্রশমনের জন্য পুতিনের কাছে প্রতিশ্রুতি আশা করেন। তিনি ধারণা করছেন, পশ্চিমা নেতারা ক্রেমলিন আক্রমণের পরিকল্পনা করছে। 

পূর্ব ইউরোপের উত্তেজনা কমাতে গত সপ্তাহে পশ্চিমা মিত্র, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের নেতৃবৃন্দের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইমানুয়েল মাখোঁ। তিনি ইউক্রেন সংকটের একটি রাজনৈতিক সমাধান চান। এই উদ্দেশ্যে তিনি বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে ফোনালাপের পাশাপাশি সরাসরি সাক্ষাৎ করছেন। আগামীকাল মঙ্গলবার কিয়েভ সফরের কথা রয়েছে মাখোঁর।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেন পরিস্থিতি নিয়ে গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। 

ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। আশঙ্কা করা হচ্ছে, যেকোনো সময় রুশ সেনারা ইউক্রেন আক্রমণ করতে পারে। এমন পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, যেকোনো দিন ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

এদিকে মাখোঁর দুজন ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্টের মস্কো সফরের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে, কয়েক মাসের জন্য পরিস্থিতি স্থিতিশীল রাখা। অন্তত ইউরোপে ‘সুপার এপ্রিল’ নির্বাচন না হওয়া পর্যন্ত পরিস্থিতি ঠিক রাখতে হবে। এই সময়টুকু হাঙ্গেরি, স্লোভেনিয়া ও ফ্রান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

২০১৭ সালে ক্ষমতায় আরোহণের পর মাখোঁ ভার্সাই প্রাসাদে পুতিনকে লালগালিচা সংবর্ধনা দিয়েছিলেন। এর দুই বছর পর মাখোঁ ও পুতিন ফরাসি প্রেসিডেন্টের গ্রীষ্মকালীন বাসভবনে দেখা করেছিলেন। 

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১