হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন যুদ্ধ দীর্ঘ করতে না চাইলে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র দিন, ইউরোপকে জেলেনস্কি

ইউরোপীয় নেতাদের প্রতি দ্রুত আধুনিক অস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, তাঁর বাহিনীকে যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক অস্ত্রের সরবরাহ দ্রুত বাড়াতে হবে ইউরোপকে। অন্যথায় ইউরোপীয় নেতাদের বছরের পর বছর ধরে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দক্ষিণ ও পূর্ব ইউক্রেনে সম্মুখ সারির কাছের যুদ্ধক্ষেত্র পরিদর্শন শেষে কিয়েভগামী ট্রেন থেকে ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন জেলেনস্কি। এদিন ইউরোপীয় নেতাদের উদ্দেশে জেলেনস্কি বক্তব্য দেওয়ার সময় তাঁকে আবেগপ্রবণ হতে দেখা যায়। এক ইইউ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

দীর্ঘ বক্তব্যে জেলেনস্কি বলেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন দ্বিতীয় বছরে পড়েছে। এখন ইইউর ওপর নির্ভর করছে, তারা রাশিয়াকে প্রতিহতে কোনো পদক্ষেপ নেবে কি না। এ সময় তিনি কিয়েভে ১০ লাখ কামানের গোলাবারুদ পাঠানোর সাম্প্রতিক পরিকল্পনাকে স্বাগত জানান। এ ছাড়া পশ্চিমাদের কাছে আবারও যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র চান তিনি। 

যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পেলে রুশ বাহিনীকে সত্যিকারভাবে থামানো যাবে বলে মনে করেন জেলেনস্কি। ইউরোপের দেশগুলোর পদক্ষেপে হতাশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া অভিযোগের সুরে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘মনে হচ্ছে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ইইউর কোনো তাগিদ নেই।’ 

ইইউ নেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘ইউরোপ যদি এত সময় নেয়, তবে এই অশুভ শক্তি (রাশিয়া) হয়তো আবার সংগঠিত হয়ে বছরের পর বছর যুদ্ধ করবে। আর এটি প্রতিহত করার ক্ষমতা আপনাদের রয়েছে।’

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত