ঢাকা: জার্মানির উর্জবার্গ শহরে ছুরি হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। লোয়ার ফ্রাঙ্কোনিয়া জেলা পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
একটি টুইট বার্তায় লোয়ার ফ্রাঙ্কোনিয়া জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, পুলিশের গুলিতে হামলাকারী আহত হয়েছেন। ছুরি হামলায় বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে আর কোনো বিপদ নেই।
সংবাদমাধ্যম আরটিএলের প্রতিবেদনে বলা হয়, ছুরি হামলার ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তবে সিএনএনকে জার্মান পুলিশের পক্ষ থেকে হতাহতের সংখ্যা জানানো হয়নি।
স্থানীয় পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।