হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সে প্রথমবারের মতো এক দিনে ৩ লাখের বেশি করোনা রোগী শনাক্ত 

ফ্রান্সে গত এক দিনে রেকর্ড ৩ লাখ ৩২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

এএফপি জানায়, ফ্রান্সে প্রথমবারের মতো ৩ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হলো। এর আগে গত মঙ্গলবার ফ্রান্সে ২ লাখ ৭১ হাজার ৬৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল।

গতকাল বুধবার ফ্রান্সে ২ হাজার ৪৮৩ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩৯৬ জন আইসিইউতে রয়েছে। 

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক দিনে ফ্রান্সে ৩ লাখ ৩২ হাজার ২৫২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

এরই মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সতর্ক করে বলেছেন, তাঁর দেশে যাঁরা করোনাভাইরাসের টিকা নেয়নি, তাঁদের জীবন কঠিন করে তুলতে চান তিনি। 

ফরাসি প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারির পর গতকাল বুধবার ফ্রান্সের ৬৬ হাজার বাসিন্দা করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। এই সংখ্যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। 

ফ্রান্সে এখন পর্যন্ত ৫০ লাখ মানুষ ভ্যাকসিন নেননি। এদের মধ্যে ২০ শতাংশ মানুষ করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। ফ্রান্সে এ পর্যন্ত করোনায় ১ লাখ ২৪ হাজার ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট