হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা

রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৩০ মে) ভোরের এই ড্রোন হামলায় শহরটির বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মস্কোর কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা আদান-প্রদানের সামাজিক মাধ্যম টেলিগ্রামে জানান, ড্রোন হামলার ফলে মারাত্মক ক্ষতি হয়নি। সব ধরনের জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু বলেননি মেয়র। 

মস্কো অঞ্চলের গভর্নর অ্যান্দ্রে ভোরোবিভ টেলিগ্রামে লেখেন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সহায়তায় অনেকগুলো ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, দুটি ড্রোন মস্কোতে দুটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবন দুটির অনেকগুলো অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 
রুশ কয়েকটি বার্তা আদান-প্রদানের মাধ্যম জানায়, মস্কোর উপকণ্ঠে এবং আশপাশের এলাকা থেকে ৪ থেকে ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া হামলার শিকার ভবন দুটি থেকে সব বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন শহরের মেয়র সোবিয়ানিন। 

এদিকে আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (৩০ মে) সকালে রুশ বাহিনী এ হামলা চালায়। হামলার পর কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অধিকাংশ রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ২০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে একটি আবাসিক ভবনে আগুন ধরে অন্তত একজন নিহত ও চারজন আহত হয়েছে বলে জানায় প্রতিরক্ষা বাহিনী। 

চলতি মে মাসজুড়েই কিয়েভে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে মস্কো। এসব হামলার অধিকাংশই চালানো হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা