হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সের কর্সিকায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু, আহত ১২

ফ্রান্সের কর্সিকা দ্বীপে ভয়াবহ বজ্রপাত এবং প্রবল বাতাসের কারণে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪–এর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কর্সিকার পুলিশ জানিয়েছে, গত তিন দিন ধরেই টানা বৃষ্টিপাত হচ্ছিল কর্সিকায়। প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র বাতাস এবং বজ্রপাতও ছিল। আজ সকালের দিকেই বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়। বাকি দুজন মারা যান আরও পরে। তবে তাঁরা ঠিক কোথায় কোন অবস্থায় মারা যান তা জানানো হয়নি কর্সিকা পুলিশের পক্ষ থেকে।

স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ বৃহস্পতিবার কর্সিকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ পরিমাপ করা হয়েছে প্রতি ঘণ্টায় ২২৪ কিলোমিটার। যা মাইলের হিসাবে প্রতি ঘণ্টায় ১৪০ মাইল। সর্বশেষ এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের আগে পর্যটনের জন্য বিখ্যাত ফরাসি এই দ্বীপটি দীর্ঘ সময় খরার মধ্য দিয়ে গেছে।

কর্সিকা পুলিশ জানিয়েছে, বজ্রপাত ও প্রবল বাতাসের কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৩ বছরের এক কিশোরীও রয়েছে। ঝড়ের সময় তার ওপর একটি গাছ উপড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়া, নিহতদের মধ্যে ৭২ বছরের এক বৃদ্ধাও রয়েছেন। কর্সিকার সমুদ্র সৈকতের একটি ঘরে অবস্থান করছিলেন তিনি। ঝড়ের মধ্যে একটি গাড়ি তাঁর ঘরের ওপর উঠে গেলে তিনি মারা যান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বজ্রপাত এবং বাতাসের কারণে দ্বীপটির অন্তত ১০০০ বাসিন্দা বিদ্যুৎ সংযোগবিহীন অবস্থায় রয়েছেন। 

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা