হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সের কর্সিকায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু, আহত ১২

ফ্রান্সের কর্সিকা দ্বীপে ভয়াবহ বজ্রপাত এবং প্রবল বাতাসের কারণে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪–এর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কর্সিকার পুলিশ জানিয়েছে, গত তিন দিন ধরেই টানা বৃষ্টিপাত হচ্ছিল কর্সিকায়। প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র বাতাস এবং বজ্রপাতও ছিল। আজ সকালের দিকেই বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়। বাকি দুজন মারা যান আরও পরে। তবে তাঁরা ঠিক কোথায় কোন অবস্থায় মারা যান তা জানানো হয়নি কর্সিকা পুলিশের পক্ষ থেকে।

স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ বৃহস্পতিবার কর্সিকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ পরিমাপ করা হয়েছে প্রতি ঘণ্টায় ২২৪ কিলোমিটার। যা মাইলের হিসাবে প্রতি ঘণ্টায় ১৪০ মাইল। সর্বশেষ এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের আগে পর্যটনের জন্য বিখ্যাত ফরাসি এই দ্বীপটি দীর্ঘ সময় খরার মধ্য দিয়ে গেছে।

কর্সিকা পুলিশ জানিয়েছে, বজ্রপাত ও প্রবল বাতাসের কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৩ বছরের এক কিশোরীও রয়েছে। ঝড়ের সময় তার ওপর একটি গাছ উপড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়া, নিহতদের মধ্যে ৭২ বছরের এক বৃদ্ধাও রয়েছেন। কর্সিকার সমুদ্র সৈকতের একটি ঘরে অবস্থান করছিলেন তিনি। ঝড়ের মধ্যে একটি গাড়ি তাঁর ঘরের ওপর উঠে গেলে তিনি মারা যান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বজ্রপাত এবং বাতাসের কারণে দ্বীপটির অন্তত ১০০০ বাসিন্দা বিদ্যুৎ সংযোগবিহীন অবস্থায় রয়েছেন। 

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট