হোম > বিশ্ব > ইউরোপ

বিশ্বের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটারের মৃত্যু

বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক টেস্ট ক্রিকেটার আইলিন অ্যাশ ১১০ বছর বয়সে মারা গেছেন। ১৯৩৭ সালে এই বোলারের ইংল্যান্ডে অভিষেক হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে-পরে মিলে সাতটি টেস্ট খেলেছেন এবং ১৯৪৯ সালে অবসর গ্রহণ করেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাশ আন্তর্জাতিক অভিষেকের আশি বছর পর ২০১৭ মহিলা বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের জয়ের আগে লর্ডসে ঘণ্টা বাজিয়েছিলেন। বেঁচে থাকা টেস্ট ক্রিকেটারদের মধ্যে তাঁর বয়স ছিল সবচেয়ে বেশি।

অ্যাশ সম্পর্কে ইসিবি মহিলা ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ক্লেয়ার কনর বিবিসিকে বলেন, অ্যাশ এই খেলার একজন 'অগ্রগামী' ছিলেন। আজ তাঁকে বিদায় জানাতে হচ্ছে বলে আমি গভীরভাবে দুঃখিত। ইংল্যান্ডের অধিনায়ক হিদারকে নিয়ে ২০১৭ আইসিসি মহিলা বিশ্বকাপের প্রায় ছয় মাস আগে অ্যাশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন ১০৫ বয়সী অ্যাশের সঙ্গে দেখা করাটা সবচেয়ে অসাধারণ অভিজ্ঞতাগুলির একটি বলেও উল্লেখ করেন কনর। 

কনর জানান, 'আইলিন হিদারকে যোগব্যায়াম শিখিয়েছিলেন। আমরা স্নুকার খেলেছি, চা পান করেছি এবং ১৯৩০-৪০ এর দশকে একজন খেলোয়াড় হিসেবে আইলিনের সময়ের সংবাদপত্র এবং স্ক্র্যাপবুক দেখে সেই সময়ে ফিরে গিয়েছি। তিনি আমাদের কিছু আশ্চর্যজনক গল্প বলেছিলেন। যার মধ্যে তিনি কীভাবে ১৯৪৯ সালে সিডনির একটি ফ্রেঞ্চ রেস্তোরাঁয় স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের দ্বারা তাঁর ব্যাট স্বাক্ষর করতে এসেছিলেন। আমি জানি যে আমরা কেউই সেই দিনটি ভুলব না, এটি খুব বিশেষ ছিল।' 

তাঁরা অ্যাশের জন্য প্রার্থনা করবেন এবং পরিবারের পাশে থাকবেন বলেও জানান। 

প্রসঙ্গত, আইলিন অ্যাশ একজন ডানহাতি মিডিয়াম-পেস বোলার ছিলেন। তিনি হুইলানের অধীনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডে অভিষেক করেন এবং ক্যারিয়ারে ২৩ গড়ে ১০ উইকেট নেন। তিনি সিভিল সার্ভিস উইমেন, মিডলসেক্স উইমেন এবং সাউথ উইমেনদের জন্য ঘরোয়াভাবে খেলেছিলেন। তিনি ২০১৯ সালে লর্ডসে অ্যাশের একটি প্রতিকৃতি উন্মোচন করেন। 

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ