হোম > বিশ্ব > ইউরোপ

বৈশ্বিক ইতিহাসে গর্বাচেভের প্রভাব ব্যাপক: পুতিন 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বৈশ্বিক ইতিহাসের গতিপথে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের প্রভাব ছিল ব্যাপক। গর্বাচেভের মৃত্যুর পর দীর্ঘ নীরবতা ভঙ্গ করে ক্রেমলিনের পক্ষ থেকে গর্বাচেভের শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোকবার্তা পাঠায়। তবে, গর্বাচেভকে শেষকৃত্যে রাষ্ট্রীয় মর্যাদা জানানো হবে কি না তা জানায়নি ক্রেমলিন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গর্বাচেভের মৃত্যু রাশিয়ায় নতুন করে তাঁর মতাদর্শ নিয়ে সমালোচনার জন্ম দেবে। বিশেষ করে, তাঁর সংস্কার এবং খোলামেলা আলোচনার নীতি বর্তমান সরকার গ্রহণ করবে নাকি প্রত্যাখ্যান করবে তা নিয়ে নতুন করে আলোচনা উসকে দেবে। 

ক্রেমলিনের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, পুতিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় বলেছেন—‘মিখাইল গর্বাচেভ এমন একজন রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক ছিলেন যার ইতিহাসের গতিপথে ব্যাপক প্রভাব রয়েছে।’ পরে এই বার্তা ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তবে, পুতিন শোক জানালেও গর্বাচেভের শেষকৃত্যে পুতিন অংশগ্রহণ করবেন কিনা তা এখনো জানা যায়নি।

পুতিন আরও বলেন, ‘তিনি একটি জটিল, নাটকীয়ভাবে রূপান্তরশীল এবং বিস্তৃত বিদেশি রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জের সময়ে আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছেন। তিনি সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করেছিলেন এবং জনগণের সামনে উদ্ভূত সমস্যাগুলোর সমাধান করতে চেয়েছিলেন।’ 

গর্বাচেভের সঙ্গে পুতিনের সম্পর্ক ছিল বেশ উত্তেজনাপূর্ণ। কারণ, গর্বাচেভ এমন সব নীতি গ্রহণ করেছিলেন যা শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নকে পতনের দিকে নিয়ে যায়। বিপরীতে পুতিন সোভিয়েত ইউনিয়নের পতনকে ‘শতাব্দীর সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান

আফ্রিকা কেন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার? বাড়ছে গোয়েন্দা পদচারণা

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া