হোম > বিশ্ব > ইউরোপ

বৈশ্বিক ইতিহাসে গর্বাচেভের প্রভাব ব্যাপক: পুতিন 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বৈশ্বিক ইতিহাসের গতিপথে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের প্রভাব ছিল ব্যাপক। গর্বাচেভের মৃত্যুর পর দীর্ঘ নীরবতা ভঙ্গ করে ক্রেমলিনের পক্ষ থেকে গর্বাচেভের শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোকবার্তা পাঠায়। তবে, গর্বাচেভকে শেষকৃত্যে রাষ্ট্রীয় মর্যাদা জানানো হবে কি না তা জানায়নি ক্রেমলিন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গর্বাচেভের মৃত্যু রাশিয়ায় নতুন করে তাঁর মতাদর্শ নিয়ে সমালোচনার জন্ম দেবে। বিশেষ করে, তাঁর সংস্কার এবং খোলামেলা আলোচনার নীতি বর্তমান সরকার গ্রহণ করবে নাকি প্রত্যাখ্যান করবে তা নিয়ে নতুন করে আলোচনা উসকে দেবে। 

ক্রেমলিনের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, পুতিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় বলেছেন—‘মিখাইল গর্বাচেভ এমন একজন রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক ছিলেন যার ইতিহাসের গতিপথে ব্যাপক প্রভাব রয়েছে।’ পরে এই বার্তা ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তবে, পুতিন শোক জানালেও গর্বাচেভের শেষকৃত্যে পুতিন অংশগ্রহণ করবেন কিনা তা এখনো জানা যায়নি।

পুতিন আরও বলেন, ‘তিনি একটি জটিল, নাটকীয়ভাবে রূপান্তরশীল এবং বিস্তৃত বিদেশি রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জের সময়ে আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছেন। তিনি সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করেছিলেন এবং জনগণের সামনে উদ্ভূত সমস্যাগুলোর সমাধান করতে চেয়েছিলেন।’ 

গর্বাচেভের সঙ্গে পুতিনের সম্পর্ক ছিল বেশ উত্তেজনাপূর্ণ। কারণ, গর্বাচেভ এমন সব নীতি গ্রহণ করেছিলেন যা শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নকে পতনের দিকে নিয়ে যায়। বিপরীতে পুতিন সোভিয়েত ইউনিয়নের পতনকে ‘শতাব্দীর সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা