গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। পশ্চিমাদের সহায়তায় ইউক্রেনও পাল্টা জবাব দেয়। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৩১ হাজার ২৫০ জন রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, যুদ্ধে রাশিয়ার ১ হাজার ৩৮৬টি ট্যাংক, ৩ হাজার ৪০০টি সশস্ত্র সাঁজোয়া যান, ৬৯০টি আর্টিলারি সিষ্টেম, ১৭৬টি হেলিকপ্টার, ১৩টি জাহাজসহ অনেক যুদ্ধযান ধংস হয়েছে।