হোম > বিশ্ব > ইউরোপ

সীমান্তবাসীকে ডেটিং অ্যাপ বাদ দেওয়ার নির্দেশ দিল রাশিয়া

সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বসবাস করা নাগরিকদের স্মার্টফোনে থাকা সব ধরনের ডেটিং অ্যাপ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ। পাশাপাশি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারও কমিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির কুরস্ক অঞ্চলে প্রবেশ করা ইউক্রেনের বাহিনীকে গোয়েন্দা তথ্য সরবরাহে বাধা প্রদান করতেই এমন কৌশল বেছে নিয়েছে রুশ কর্তৃপক্ষ।

বুধবার সিএনএন জানিয়েছে, গত মঙ্গলবার রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশটির সীমান্তবর্তী ব্রায়নস্ক, কুরস্ক এবং বেলগরোদ অঞ্চলে থাকা বাসিন্দাদের উদ্দেশে ওই নির্দেশ জারি করা হয়। শুধু তাই নয়, নিষেধাজ্ঞা কেউ মানছে কি-না তা পর্যবেক্ষণের জন্য ওই অঞ্চলগুলোতে বিপুল সেনা সদস্য ও পুলিশও মোতায়েন করা হয়েছে। সংবেদনশীল জায়গাগুলো থেকে কোনো ভিডিও স্ট্রিমিং না করার বিষয়টিও তদারকি করা হচ্ছে। 

মন্ত্রণালয়ের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, শত্রুপক্ষ ওই সব অ্যাপ এবং সূত্রগুলো থেকে প্রচুর পরিমাণে তথ্য নিয়ে নিচ্ছে।’ 

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সেনারা রাশিয়ার ভূখণ্ডের ভেতরে অগ্রযাত্রা অব্যাহত রাখায় রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের পরামর্শ হিসেবে একটি দীর্ঘ তালিকা জারি করেছে। নাগরিকদের অপরিচিত কারও কাছ থেকে পাওয়া কোনো বার্তা বা হাইপার লিংক না খুলতে পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে সামরিক যানবাহন উপস্থিত আছে সেখান থেকে ভিডিও স্ট্রিম না করারও পরামর্শ দেওয়া হয়। 

রুশ কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক করেছে, ইউক্রেনের বাহিনী অসুরক্ষিত সিসি ক্যামেরার সঙ্গে দূর থেকেই সংযোগ স্থাপন করছে। এভাবে তারা দূরে বসেই রাস্তা-ঘাট এবং কৌশলগত গুরুত্ব রাখে এমন অনেক হাইওয়ের ওপর নজর রাখছে। 

এর আগে রাশিয়ার সৈন্য এবং পুলিশ কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সব জিও-ট্যাগিং মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছিল। কারণ ইউক্রেনের বাহিনী এই ট্যাগগুলোর মাধ্যমে রিয়েল টাইমে সামাজিক নেটওয়ার্কগুলো পর্যবেক্ষণ করে এবং সামরিক ও নিরাপত্তা বাহিনীর প্রকৃত অবস্থান জানতে পারে বলে ধারণা করছে রুশ কর্তৃপক্ষ।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট