হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়াকে ড্রোন দেওয়া নিয়ে ‘মিথ্যাচার’ করছে ইরান: জেলেনস্কি

রাশিয়াকে ড্রোন পাঠানো নিয়ে ইরান ‘মিথ্যাচার’ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ শুরুর কয়েক মাস আগে রাশিয়াকে অল্প কিছু ড্রোন দেওয়ার কথা জানায় ইরান। এরই প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, ইরান ‘মিথ্যা’ বলছে। এমনকি যুদ্ধে সহায়তার নামে দেশটি ‘সন্ত্রাসবাদে সহযোগিতা’ করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিবিসির খবরে বলা হয়, শনিবার (৫ নভেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন, যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস আগে রাশিয়ার কাছে খুব অল্পসংখ্যক ড্রোন সরবরাহ করেছিল ইরান। 

ইউক্রেন ও পশ্চিমাদের ধারণা, রাশিয়া ইউক্রেনের মূল অবকাঠামোয় আঘাত করার জন্য ইরানের ‘কামিকাজে’ ড্রোন ব্যবহার করেছে। যদিও তেহরান ও মস্কো বিষয়টি অস্বীকার করেছে। তবে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী অল্পসংখ্যক ড্রোন পাঠানোর কথা জানালেন।

এরপর এক টেলিগ্রাম বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন, ইরান ‘মিথ্যা’ বলছে। রাশিয়াকে সহায়তা করার বিষয়ে ইরানকে সতর্ক করে জেলেনস্কি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের ফলাফল বিপরীতমুখী হবে।

তিনি বলেন, ‘যদি ইরান এসব তথ্য সম্পর্কে মিথ্যা বলতে থাকে, তাহলে মস্কো ও তেহরানের মধ্যে সন্ত্রাসী সহযোগিতা এবং রাশিয়া এ ধরনের কর্মকাণ্ডের জন্য কী পরিমাণ অর্থ প্রদান করছে তা তদন্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় আরও বেশি প্রচেষ্টা চালাবে।’

এদিকে ইউক্রেন সংঘাতে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করায় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা