হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়াকে ড্রোন দেওয়া নিয়ে ‘মিথ্যাচার’ করছে ইরান: জেলেনস্কি

রাশিয়াকে ড্রোন পাঠানো নিয়ে ইরান ‘মিথ্যাচার’ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ শুরুর কয়েক মাস আগে রাশিয়াকে অল্প কিছু ড্রোন দেওয়ার কথা জানায় ইরান। এরই প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, ইরান ‘মিথ্যা’ বলছে। এমনকি যুদ্ধে সহায়তার নামে দেশটি ‘সন্ত্রাসবাদে সহযোগিতা’ করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিবিসির খবরে বলা হয়, শনিবার (৫ নভেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন, যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস আগে রাশিয়ার কাছে খুব অল্পসংখ্যক ড্রোন সরবরাহ করেছিল ইরান। 

ইউক্রেন ও পশ্চিমাদের ধারণা, রাশিয়া ইউক্রেনের মূল অবকাঠামোয় আঘাত করার জন্য ইরানের ‘কামিকাজে’ ড্রোন ব্যবহার করেছে। যদিও তেহরান ও মস্কো বিষয়টি অস্বীকার করেছে। তবে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী অল্পসংখ্যক ড্রোন পাঠানোর কথা জানালেন।

এরপর এক টেলিগ্রাম বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন, ইরান ‘মিথ্যা’ বলছে। রাশিয়াকে সহায়তা করার বিষয়ে ইরানকে সতর্ক করে জেলেনস্কি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের ফলাফল বিপরীতমুখী হবে।

তিনি বলেন, ‘যদি ইরান এসব তথ্য সম্পর্কে মিথ্যা বলতে থাকে, তাহলে মস্কো ও তেহরানের মধ্যে সন্ত্রাসী সহযোগিতা এবং রাশিয়া এ ধরনের কর্মকাণ্ডের জন্য কী পরিমাণ অর্থ প্রদান করছে তা তদন্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় আরও বেশি প্রচেষ্টা চালাবে।’

এদিকে ইউক্রেন সংঘাতে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করায় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট