হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের ‘ভারী অস্ত্র’ প্রয়োজন: ন্যাটো

ইউক্রেনের ‘ভারী অস্ত্র’ প্রয়োজন বলে মন্তব্য করেছে উত্তর আমেরিকার সামরিক জোট ন্যাটো। রাশিয়া দেশটির পূর্বাঞ্চলে হামলা জোরদার করায় এই প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মনে করে ন্যাটো। এরই মধ্যে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের এই চাহিদা মেটানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ন্যাটো।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ এসব কথা বলেছেন। নেদারল্যান্ডসের দ্য হেগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হ্যাঁ, ইউক্রেনের অবশ্যই আরও বেশি পরিমাণে ভারী অস্ত্র থাকা প্রয়োজন।’ 

ন্যাটো জোটের অন্তর্ভুক্ত সাত ইউরোপীয় মিত্র দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মূলত অনুষ্ঠিতব্য একটি সম্মেলনের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসে এসেছিলেন জেনস স্টলটেনবার্গ। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এরই মধ্যে ইউক্রেনে অস্ত্রের সরবরাহ বাড়িয়েছে ন্যাটো। শিগগিরই ভারী অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনায় বসা হবে। 

ন্যাটো মহাসচিব বলেন, ‘ইউক্রেনকে ভারী অস্ত্র আমাদের দিতেই হবে। কারণ এর ওপরেই রুশ আগ্রাসন ঠেকানোর বিষয়টি নির্ভর করছে। 

উল্লেখ্য, রাশিয়া আক্রমণ চালানোর পর থেকেই পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে ভারী অস্ত্র সরবরাহ করার আরজি জানিয়ে আসছে ইউক্রেন। এ ক্ষেত্রে ব্যর্থতার জন্য কয়েকজন ইউরোপীয় নেতাকে দায়ী করেও বক্তব্য দিয়েছে কিয়েভ। তারা বলছে, মস্কোর এগিয়ে যাওয়া ঠেকাতে ভারী অস্ত্র ব্যবহারের বিকল্প নেই।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট