ঢাকা: ইতালিতে ক্যাবল কার ছিঁড়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আজ রোববার দেশটির উত্তরাঞ্চলের ম্যাগজিওর হ্রদের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হয়, ইতালির উত্তরাঞ্চলীয় পিয়েডমন্ট অঞ্চলের পর্যটন শহর স্ট্রেসা থেকে যাত্রী নিয়ে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী বাহিনী।
ইতালির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই শিশুকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ইতালির পর্বত উদ্ধারকারী বাহিনী আলপাইন দলের মুখপাত্র ওয়াল্টার মিলান রায়নিউজ ২৪ টেলিভিশনকে বলেন, এটি খুব মারাত্মক দুর্ঘটনা।