হোম > বিশ্ব > ইউরোপ

পুতিন-জেলেনস্কি আলোচনার কোনো সম্ভাবনা নেই: ক্রেমলিন 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলোচনার বিষয়টি নাকচ করেছে ক্রেমলিন। মস্কো জানিয়েছে, এই মুহূর্তে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ভ্লাদিমির পুতিনের আলোচনার খবরের কোনো ভিত্তি নেই। ক্রেমলিন স্থানীয় সময় আজ সোমবার এই তথ্য জানিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন। সাংবাদিকেরা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেলেনস্কির আলোচনার প্রস্তাব করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে পেশকভ এই কথা বলেন। 

সাংবাদিকদের পেশকভ বলেন, ‘ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কির আলোচনা তখনই সম্ভব যখন উভয় পক্ষই তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন।’ তবে, মস্কো এবং কিয়েভের মধ্যকার আলোচনা কয়েক মাস ধরেই স্থগিত হয়ে রয়েছে। এর আগে, বেশ কয়েক দফা আলোচনায় বসলেও কোনো ফলাফল বের করে আনা সম্ভব হয়নি এই আলোচনা থেকে। 

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ স্থগিত বা পরিস্থিতি উন্নয়নে কোনো আলোচনা চলছে কি না বা ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা রয়েছে কিনা এই বিষয়ে পেশকভ বলেন, ‘ইউক্রেনের প্রতিনিধিদল একেবারেই রাডারের বাইরে চলে গিয়েছেন। এখন কোনো আলোচনার প্রক্রিয়া চলমান নেই। ” 

পেশকভ আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠক কেবল তখনই সম্ভব যখন উভয় পক্ষের প্রতিনিধিদের দ্বারা প্রয়োজনীয় হোমওয়ার্ক সম্পন্ন করার পরই এটি সম্ভব। এবং এই বিষয়টি অনুপস্থিত হওয়ায় বৈঠকের জন্য কোনো প্রয়োজনীয় পূর্বশর্ত হাজির নেই।’ 

 

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা