হোম > বিশ্ব > ইউরোপ

পুতিন-জেলেনস্কি আলোচনার কোনো সম্ভাবনা নেই: ক্রেমলিন 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলোচনার বিষয়টি নাকচ করেছে ক্রেমলিন। মস্কো জানিয়েছে, এই মুহূর্তে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ভ্লাদিমির পুতিনের আলোচনার খবরের কোনো ভিত্তি নেই। ক্রেমলিন স্থানীয় সময় আজ সোমবার এই তথ্য জানিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন। সাংবাদিকেরা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেলেনস্কির আলোচনার প্রস্তাব করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে পেশকভ এই কথা বলেন। 

সাংবাদিকদের পেশকভ বলেন, ‘ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কির আলোচনা তখনই সম্ভব যখন উভয় পক্ষই তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন।’ তবে, মস্কো এবং কিয়েভের মধ্যকার আলোচনা কয়েক মাস ধরেই স্থগিত হয়ে রয়েছে। এর আগে, বেশ কয়েক দফা আলোচনায় বসলেও কোনো ফলাফল বের করে আনা সম্ভব হয়নি এই আলোচনা থেকে। 

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ স্থগিত বা পরিস্থিতি উন্নয়নে কোনো আলোচনা চলছে কি না বা ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা রয়েছে কিনা এই বিষয়ে পেশকভ বলেন, ‘ইউক্রেনের প্রতিনিধিদল একেবারেই রাডারের বাইরে চলে গিয়েছেন। এখন কোনো আলোচনার প্রক্রিয়া চলমান নেই। ” 

পেশকভ আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠক কেবল তখনই সম্ভব যখন উভয় পক্ষের প্রতিনিধিদের দ্বারা প্রয়োজনীয় হোমওয়ার্ক সম্পন্ন করার পরই এটি সম্ভব। এবং এই বিষয়টি অনুপস্থিত হওয়ায় বৈঠকের জন্য কোনো প্রয়োজনীয় পূর্বশর্ত হাজির নেই।’ 

 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট