হোম > বিশ্ব > ইউরোপ

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

শুধু আনুষ্ঠানিকতাই বাকি ছিল। রানির নিয়োগের মাধ্যমে সেটাও সম্পন্ন হলো। আজ মঙ্গলবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসকে নিয়োগ দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এর মধ্য দিয়ে তিনি হলে ব্রিটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী।

এ সম্পর্কিত এক বিবৃতিতে বাকিংহাম প্রাসাদ জানিয়েছে, লিজ ট্রাসকে রানি দ্বিতীয় এলিজাবেথ নতুন প্রশাসন গঠনের অনুরোধ করেছেন। সোমবার চূড়ান্ত ফলাফলে ঋষি সুনাককে পরাজিত করা লিজ ট্রাস রানির এই প্রস্তাবে রাজি হয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রানির স্বাস্থ্য নিয়ে অনেকেই দুর্ভাবনায় ছিলেন। কিন্তু লিজ ট্রাসের সঙ্গে তাঁর সাক্ষাতের যে ছবি প্রকাশ হয়েছে, তাতে রানিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তিনি নতুন প্রধানমন্ত্রীকে হাসিমুখের বরণ করেছেন। লিজ ট্রাস রানির প্রস্তাবে সাড়া দিয়ে রেওয়াজ অনুযায়ী রানির হাতে চুমু খেয়ে তাতে সম্মতি প্রকাশ করেন। 

মঙ্গলবার লিজ ট্রাস রানির সঙ্গে দেখা করতে স্কটল্যান্ডে যান। সেখানে যুক্তরাজ্যের রীতি অনুযায়ী সর্বশেষ আনুষ্ঠানিকতা হিসেবে রানি তাঁকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে নতুন প্রশাসন গঠনের অনুরোধ করার কথা। সে অনুযায়ী রানি তাঁকে প্রস্তাব করেন এবং লিজ ট্রাসও তাতে সম্মতি দেন। এর মধ্য দিয়ে সর্বশেষ আনুষ্ঠানিকতাও সম্পন্ন হলো। এর আগেই অবশ্য প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান বরিস জনসন।

পার্লামেন্ট সদস্যদের অনাস্থার জেরে বরিস জনসনের বিদায়ের মধ্য দিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি নেতৃত্বশূন্য হলে এর জন্য নির্বাচন হয়। কয়েক সপ্তাহ ধরে চলা এ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে পরাজিত করে শেষ পর্যন্ত বিজয়ী হন লিজ ট্রাস।

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান

আফ্রিকা কেন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার? বাড়ছে গোয়েন্দা পদচারণা

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া