হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে পারবে না পশ্চিম: পুতিন 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা অসম্ভব। এবং পশ্চিমারা যে অবরোধ আরোপ করেছে তার মাধ্যমে রাশিয়ার উন্নয়নকে পেছন দিকে ঠেলে দিতে পারবে না। 

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার স্থানীয় সময় সোমবার দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও ভাষণে পুতিন এসব কথা বলেন। 

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকেই পশ্চিমা বিশ্বের দেশগুলো দফায় দফায় রাশিয়ার ওপর নানা ধরনের অবরোধ আরোপ করে। এর মাধ্যমে রাশিয়াকে বিশ্ব বাণিজ্য থেকে একঘরে করে ফেলার প্রয়াস পায় পশ্চিমা বিশ্ব। ফলে বিশ্বের উচ্চ প্রযুক্তি, বিমান নির্মাণের প্রয়োজনীয় পার্টস লাভেও ব্যর্থ রাশিয়া। তবে পশ্চিমা বিশ্বের অবরোধের ফলে, রাশিয়াও জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ কমানোর মাধ্যমে বিশ্ব বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। 

পুতিন তাঁর ভাষণে বলেন, ‘কেবল বিধিনিষেধ নয় বিদেশি হাই-টেক পণ্যগুলোতে আমাদের প্রবেশাধিকার প্রায় সম্পূর্ণরূপে ইচ্ছাকৃতভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই নিষেধাজ্ঞা ইচ্ছাকৃতভাবেই আমাদের দেশের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।’ 

পুতিন আরও বলেন, ‘এটি নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। কিন্তু আমরা হাল ছাড়ছি না, আমরা আমাদের দেশকে এই অস্থির অবস্থায় ফেলে রেখে যাব না। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী ধারণা করে থাকে, আমরা কয়েক যুগ পিছিয়ে যাব। কিন্তু না, কখনোই না।’ 

এ সময় পুতিন আরও বলেন, রাশিয়া তাঁর নিজস্ব প্রযুক্তি এবং প্রযুক্তি শিল্প তৈরি করবে। পুতিনের কথার সুর ধরে দেশটির অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ বলেছেন, ‘রাশিয়ার প্রযুক্তি খাতকে সহায়তা দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। কিন্তু সরকারি খাত থেকে ১ রুবল বিনিয়োগ করা হলে বেসরকারি খাত থেকে করতে হবে অন্তত ৩ রুবল বিনিয়োগ করতে হবে।’ 

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ