অবশেষে জার্মানিতে আনুষ্ঠানিকভাবে শেষ হলো অ্যাঙ্গেলা মের্কেলের যুগ। ১৬ বছর পর নতুন চ্যান্সেলর পেল দেশটি। আজ বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে এক গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠটা পেয়ে জার্মান চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হন মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতা ওলাফ শলৎস।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও জোট গঠন করতে বেশ সময় লাগে সোশ্যাল ডেমোক্র্যাটদের। সম্প্রতি গ্রিন এবং এফডিপির সঙ্গে তাদের জোট হয়। এরপরই ওলাফ শলৎসের চ্যান্সেলর হতে বাধা অনেকটাই কেটে যায়।
নতুন মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে সাতজন আসছেন শলৎসের এসপিডি থেকে, পাঁচজন গ্রিন পার্টি এবং চারজন এফডিপি থেকে। নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ক্রিস্টিয়ান লিন্ডনার।
এক টুইট বার্তায় শলৎস জানিয়েছেন, দায়িত্ব গ্রহণে বুন্ডেসটাগের প্রেসিডেন্টের আহ্বানে তিনি সম্মত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর জার্মানিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মের্কেলের দলকে পরাজিত করে জয় পায় মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।