শর্তসাপেক্ষে পশ্চিমা বিশ্বের সঙ্গে আলোচনায় বসতে রাজি রাশিয়া। চলমান ইউক্রেন সংকট কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যকার আস্থাহীনতা কাটিয়ে উঠতে পশ্চিমা বিশ্বের আলোচনার এই প্রস্তাব দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুধবার জানিয়েছেন, রাশিয়া আলোচনায় প্রস্তুত। তবে তার আগে পশ্চিমা বিশ্বকে রাশিয়ার তরফ থেকে দেওয়া নিরাপত্তা সংক্রান্ত কিছু শর্ত বিশেষ করে ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ বন্ধের প্রস্তাবে রাজি হতে হবে।
ল্যাভরভ বলেন, ‘আমরা বিশ্বাস করি এটি একটি ইতিবাচক পদক্ষেপ এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত, তবে আমাদের নীতিগত অবস্থানের বিষয়ে স্পষ্ট কোনো জবাবের আগে নয়। এর মধ্যে ন্যাটোকে পূর্বমুখী সম্প্রসারণ বন্ধ করাসহ রাশিয়া যেসব বিষয়ে উদ্বিগ্ন সেসব বিষয়ে পশ্চিমা বিশ্বকে নিশ্চয়তা দিতে হবে।’
ল্যাভরভ বলেন, পশ্চিম এখন রাশিয়ারই প্রস্তাব রাশিয়ার সামনে আলোচনার টেবিলে আনছে। অথচ এই প্রস্তাব যখন রাশিয়া গত ২/৩ বছর ধরেই দিয়ে আসছিল তখন তাঁরা তা আমলে নেয়নি। তাঁরা এখন ইউরোপের নিরাপত্তার বিষয়কে সামনে আনছে এবং এই প্রস্তাবকে নিজের বলে উপস্থাপন করছে।’
তিনি আরও বলেন, ‘এখন পশ্চিমা এমন সব ক্ষেত্রে আলোচনার রূপরেখা দিচ্ছে যা আমরা আগেই দিয়েছি। তার পরও আমরা একটি আন্তরিক সংলাপের জন্য প্রস্তুত।’
এ দিকে পশ্চিমা বিশ্ব বলছে রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য অপসারণ নয় বরং সৈন্য সমাবেশ করছে। তারই পরিপ্রেক্ষিতে রাশিয়ার কাছে সৈন্য অপসারণের প্রমাণ চেয়েছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। পাল্টা জবাবে পশ্চিমা বিশ্বের কাছে ইউক্রেনে রাশিয়ার ‘কথিত’ হামলার ক্ষণ জানতে চান রুশ কূটনীতিক মারিয়া জাখারোভা।