হোম > বিশ্ব > ইউরোপ

জেলেনস্কির ব্যক্তিগত নিরাপত্তাবাহিনীর প্রধান বরখাস্ত 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী স্টেট গার্ডের প্রধান সের্গেই রুডকে বরখাস্ত করেছেন। ওই বাহিনীর দুজন সদস্যের বিরুদ্ধে জেলেনস্কিকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সের্গেই রুডকে বরখাস্ত করেন ভলোদিমির জেলেনস্কি। তার আগে গত সপ্তাহের শুরুর দিকে তাঁর বাহিনীর দুই সদস্য প্রেসিডেন্টসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার ঘটনা উদঘাটন করে ইউক্রেনের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্টেট সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)। সের্গেই রুডকে বরখাস্ত করা হলেও তাঁর উত্তরসূরির নাম এখনো ঘোষণা করা হয়নি। 

এসবিইউ এর আগে জানিয়েছিল, ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীতে থাকা রুশ এজেন্টদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। 

এসবিইউর প্রধান ভাসিল মালিউক বলেন, ধারণা করা হচ্ছে, গত মঙ্গলবার পঞ্চম মেয়াদে শপথ নেওয়ার আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যর্থ হত্যাচেষ্টার ষড়যন্ত্রটি রাশিয়ার জন্য ‘উপহার’ হিসেবে দেওয়ার টার্গেট ছিল চক্রান্তকারীদের। 

অভিযুক্ত দুজনই স্টেট গার্ডের কর্নেল ছিলেন। ভলোদিমির জেলেনস্কিকে প্রথমে জিম্মি করা এবং পরে তাঁকে হত্যার পরিকল্পনা করেছিলেন তাঁরা। প্রেসিডেন্ট ছাড়াও ইউক্রেনের গোয়েন্দাপ্রধান ভ্যাসিল মালিউক, প্রশাসনপ্রধান কিরিল বুদানভসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ছিল তাঁদের।

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক