রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রেমিনা দখল করে নিয়েছে। সোমবার ব্যাপক গোলাবর্ষণ ও হামলার পর রুশ বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লুহানস্কের আঞ্চলিক গভর্নর সের্গেই গেইডে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘রোববার রাত থেকে রুশ বাহিনী ক্রেমিনাতে বড় ধরনের হামলা করতে শুরু করে। এরপর সোমবার তারা শহরটির দখল নেয়।’
সের্গেই গেইডে আরও বলেন, ‘দোনেৎস্ক, লুহানস্ক এবং খারকিভ অঞ্চলের প্রায় পুরো ফ্রন্ট লাইন বরাবর রুশ বাহিনী আমাদের প্রতিরক্ষা ভেঙে ফেলার চেষ্টা করছে। সৌভাগ্যবশত আমাদের সামরিক বাহিনী সেখানে নিয়ন্ত্রণ ধরে রেখেছে।’ ক্রেমিনা দখলের কথা স্বীকার করে তিনি বলেন, ‘ক্রেমিনা এবং আরেকটি ছোট শহরে (রুবিঝন) তারা ঢুকে পড়েছে। আমাদের সেনারা পিছু হটেছে। তবে লড়াই অব্যাহত রয়েছে। আমরা আমাদের জায়গাগুলো এত সহজে ছেড়ে দেব না।’
ইউক্রেনের প্রশাসনিক কেন্দ্র ক্রামতোর্স্ক থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের শহর ক্রেমিনা। এখানে প্রায় ২০ হাজার মানুষ বাস করেন। এটি রুশ বাহিনীর একটি কৌশলগত লক্ষ্যবস্তু।
এএফপির সাংবাদিকেরা জানিয়েছেন, রুবিঝনের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। সেখানে দুই বাহিনীর মধ্যে কামান ও মর্টার যুদ্ধ হয়েছে। কামানের গোলার আঘাতে কালো ধোঁয়া এবং আগুন দেখা গেছে।
এদিকে খারকিভের অঞ্চলটির গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, রুশ বাহিনীর গোলাগুলিতে খারকিভে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।