হোম > বিশ্ব > ইউরোপ

নিজের রক্তরসে বাবার বয়স ২৫ বছর কমে গেছে, দাবি টেক মিলিয়নিয়ারের

বার্ধক্য ঠেকিয়ে অমরত্ব পাওয়ার মিশনে নেমে দুনিয়া জুড়ে পরিচিতি পেয়েছেন টেক মিলিয়নিয়ার ব্রায়ান জনসন। ‘ব্লুপ্রিন্ট’ নামে এই কাজে নিবেদিত একটি প্রজেক্টও চালু করেছেন তিনি। দাবি করেছেন, ৪৭ বছর বয়স হলেও তিনি তাঁর জৈবিক বয়স ২০-এর কোঠায় নিয়ে এসেছেন। তবে জনসনের সর্বশেষ দাবিটি আরও চমকপ্রদ। তিনি জানিয়েছেন, তাঁর সুপার প্লাজমা ব্যবহার করে তাঁর বাবার বয়সও অন্তত ২৫ বছর কমে গেছে! 

সম্প্রতি নিজের শরীর থেকে সংগ্রহ করা ‘সুপার ক্লিন প্লাজমা’ নিয়ে গর্ব করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন ব্রায়ান জনসন। গত রোববার (১৩ অক্টোবর) ওই পোস্টে জনসন জানান, তিনি তাঁর শরীরে ‘টোটাল প্লাজমা এক্সচেঞ্জ’ (টিপিই) পদ্ধতি প্রয়োগ করছেন। এই পদ্ধতির মাধ্যমে শরীর থেকে সমস্ত প্লাজমা সরিয়ে অ্যালবুমিন প্রতিস্থাপন করছেন। আর এই কাজটি তিনি করছেন মূলত শরীর থেকে বিষাক্ত সব বর্জ্য সরিয়ে দেওয়ার জন্য। 

জনসন জানান, ব্লুপ্রিন্ট পদ্ধতির মাধ্যমে তিনি তাঁর শরীরের বয়স কমিয়েছেন। এই প্রকল্পের অধীনে তিনি একটি কঠোর ডায়েট এবং ব্যায়ামের রুটিন মেনে চলেন। ডাক্তার আর চিকিৎসা সরঞ্জাম সহ পুরো প্রক্রিয়াটির পেছনে তিনি বছরে ২০ লাখ ডলারের বেশি অর্থ ব্যয় করেন। বর্তমানে জনসন যে টিপিই পদ্ধতির মধ্যে আছেন সেটিও তাঁর বার্ধক্য ঠেকানোর মিশনে পরীক্ষামূলক হিসেবে কাজ করছে। 

বার্ধক্য ঠেকিয়ে রাখার প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে টিপিই অন্যতম। এর মাধ্যমে সাধারণত রোগীর প্লাজমাকে অন্যজনের প্লাজমা কিংবা বিকল্প তরল দিয়ে প্রতিস্থাপন করা হয়। জনসনের ক্ষেত্রে তাঁর প্লাজমা যেমন প্রতিস্থাপিত হচ্ছে অ্যালবুমিন দিয়ে। অ্যালবুমিন হলো একটি প্রোটিন, যা লিভার কোষ দ্বারা নিঃসৃত হয়। 

ব্রায়ান জনসন তাঁর এক্স পোস্টে জানিয়েছেন, তাঁর প্লাজমা দেখে অভিভূত হয়েছেন টিপিই পরিচালনা করা অপারেটর। তিনি লিখেছেন, ‘৯ বছর ধরে টিপিই করা অপারেটর বলেছেন, আমার প্লাজমাটি তার দেখা এখন পর্যন্ত সবচেয়ে পরিষ্কার।’ 

নিজের শরীরের প্লাজমাকে ‘তরল সোনা’ বলে অভিহিত করেন টেক উদ্যোক্তা। তিনি উল্লেখ করেছেন, তাঁর শরীর থেকে অতীতে এক লিটার প্লাজমা প্রতিস্থাপন করা হয়েছিল তাঁর বাবার শরীরে। সেই প্লাজমা পেয়ে তাঁর বাবার বার্ধক্যের হার অন্তত ২৫ বছর কমে গেছে। 

এক্সের পোস্টে শরীর থেকে অপসারণ করা প্লাজমা ভরা একটি স্বচ্ছ ব্যাগ ধরে রাখা অবস্থায় নিজের একটি ছবিও শেয়ার করেছেন ব্রায়ান জনসন।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার