হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো

ইউক্রেনের বিরুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে রাশিয়া। সোমবার রোমানিয়ার বুখারেস্টে এক সংবাদ সম্মেলনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এমন মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

বুখারেস্টে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, গ্যাস স্থাপনা এবং জনগণের মৌলিক পরিষেবার মতো অবকাঠামোতে হামলা অব্যাহত রাখতে পারে রাশিয়া। 

স্টোলটেনবার্গ বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেষ্টা করছেন যুদ্ধে অস্ত্র হিসেবে ইউক্রেনের বিরুদ্ধে শীতকে ব্যবহার করতে। কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, বেসামরিকদের বিরুদ্ধেও শীতকে ব্যবহার করছেন তিনি।’ 

ন্যাটো মহাসচিব আরও বলেন, ‘রাশিয়ার আরও হামলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ইতিমধ্যে ন্যাটোর মিত্ররা ইউক্রেনের প্রতি তাদের সহায়তা বাড়িয়েছে।’ 

রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো বেশির ভাগই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে। আর এসব হামলার জেরে রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। 

এদিকে শীত মৌসুমে রাশিয়া নতুন করে বিধ্বংসী হামলা চালাতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন পরিস্থিতিতে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘বিদ্যুতের সরবরাহ কম থাকায় সামনে আরও খারাপ পরিস্থিতি আসতে পারে। আমাদের সবাইকে কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।’ 

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা জানি তাঁরা নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে আমাদের প্রতিরক্ষা বাহিনী তৈরি আছে। গোটা ইউক্রেনই তৈরি।’

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট