ইউক্রেনের বিরুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে রাশিয়া। সোমবার রোমানিয়ার বুখারেস্টে এক সংবাদ সম্মেলনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এমন মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বুখারেস্টে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, গ্যাস স্থাপনা এবং জনগণের মৌলিক পরিষেবার মতো অবকাঠামোতে হামলা অব্যাহত রাখতে পারে রাশিয়া।
স্টোলটেনবার্গ বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেষ্টা করছেন যুদ্ধে অস্ত্র হিসেবে ইউক্রেনের বিরুদ্ধে শীতকে ব্যবহার করতে। কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, বেসামরিকদের বিরুদ্ধেও শীতকে ব্যবহার করছেন তিনি।’
ন্যাটো মহাসচিব আরও বলেন, ‘রাশিয়ার আরও হামলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ইতিমধ্যে ন্যাটোর মিত্ররা ইউক্রেনের প্রতি তাদের সহায়তা বাড়িয়েছে।’
রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো বেশির ভাগই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে। আর এসব হামলার জেরে রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা জানি তাঁরা নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে আমাদের প্রতিরক্ষা বাহিনী তৈরি আছে। গোটা ইউক্রেনই তৈরি।’