হোম > বিশ্ব > ইউরোপ

৮০ বছর পর ফের জার্মান ট্যাংকের মুখোমুখি রাশিয়া: পুতিন

ইউক্রেন অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসিদের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) স্ত্যালিনগ্রাদের লড়াইয়ের ৮০তম বার্ষিকী উদ্‌যাপনের সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠানোর বিষয়ে জার্মানির সিদ্ধান্তের কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, ইতিহাস নিজেই পুনরাবৃত্তি ঘটায়। পুতিন বলেন, ‘এটি অবিশ্বাস্য হলেও সত্য। আমরা আবারও জার্মান লেপার্ড ট্যাংকের হুমকির মুখে। 

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধক্ষেত্রে যারা রাশিয়ার পরাজয়ের প্রত্যাশা করছে, তারা ভুল ভাবছে। এই আধুনিক সময়ে মস্কোর সঙ্গে যুদ্ধ খুব ভিন্ন হবে। যদিও আমরা আমাদের ট্যাংক তাদের সীমান্তে পাঠাচ্ছি না। কিন্তু এমন জবাব দেওয়ার সামর্থ্য আমাদের রয়েছে। সশস্ত্র সরঞ্জাম ব্যবহারে আমরা কোনো রকম কার্পণ্য করব না। সবাইকে এটি বুঝতে হবে।’ 

ব্যাটল অব স্ত্যালিনগ্রাদ উদ্‌যাপনের সমাপনী অনুষ্ঠানে ভলগোগ্রাদে অবস্থান করছেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই লড়াইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই যুদ্ধে জার্মানির প্রায় ৯১ হাজার সেনাকে বন্দী করেছিল রাশিয়া। সে সময় ১০ লাখের বেশি মানুষ নিহত হয়, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়াবহ রক্তপাতের ঘটনা। 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকেই ইউক্রেনকে অস্ত্রসহ নানা সহযোগিতা পাঠাতে শুরু করে পশ্চিমা দেশগুলো। 

রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষায় ইউক্রেনকে সহযোগিতা করা দেশগুলোর মধ্যে অন্যতম জার্মানি। সম্প্রতি ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। 

মিত্র দেশগুলোর চাপের পর গত বুধবার ইউক্রেনে ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দেয় জার্মানি। জার্মানির প্রতিশ্রুতির পর যুক্তরাষ্ট্রও বলেছে, ইউক্রেনকে এম-১ আব্রামস ট্যাংক পাঠাবে ওয়াশিংটন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট