হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়া-বেলারুশের যৌথ আক্রমণ মোকাবিলায় প্রস্তুত কিয়েভ

রাশিয়া ও বেলারুশের সম্মিলিত আক্রমণ মোকাবিলায় প্রস্তুত কিয়েভ। বুধবার, ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র এ কথা জানিয়েছেন। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেলারুশের সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধ প্রস্তুতি পরীক্ষার লক্ষ্যে বড় ধরনের মহড়া চালাচ্ছে। তারই প্রতিক্রিয়ায় কিয়েভ নিজেদের অবস্থান জানাল। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র বলেছেন, ‘বেলারুশের সশস্ত্র বাহিনী যদি ইউক্রেনে রাশিয়ার সঙ্গে যোগ দেয়, তবে তা মোকাবিলায় প্রস্তুত কিয়েভ।’ 

ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র আন্দ্রে দেমশেঙ্কো বলেছেন, ‘রাশিয়ান ফেডারেশন যেকোনো সময় ইউক্রেনের বিরুদ্ধে বেলারুশ প্রজাতন্ত্রের সেনাবাহিনীকে যুদ্ধে নামাতে পারে—এমন সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না। অতএব, আমরা প্রস্তুত।’ 

ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র আরও বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই বেলারুশ সীমান্তে আমাদের অবস্থান শক্তিশালী করা হয়েছে।’ 

তবে মহড়ার ব্যাপারে বেলারুশ জানিয়েছে, তাদের সামরিক বাহিনী মহড়া কেবল নিজেদের সক্ষমতা পরীক্ষার জন্যই। এই মহড়া প্রতিবেশীদের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি। 

বেলারুশের সঙ্গে যৌথ মহড়ার পরপরই গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। এই মহড়া রাশিয়াকে সরাসরি বেলারুশ থেকে ইউক্রেন সীমান্তের কাছে সৈন্য সমাবেশ করার সুযোগ দিয়েছিল। তবে প্রথম পর্যায়ে রাশিয়ার আক্রমণ বেলারুশসংলগ্ন ইউক্রেনীয় এলাকাগুলোতে হলেও পরে ক্রমেই তা ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে কেন্দ্রীভূত হয়। 

এদিকে, মলদোভায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন্ট লগসডন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং বন্দুকের মুখে ইউরোপের মানচিত্র নতুন করে আঁকার চেষ্টা বিশ্বজুড়ে বড় উদ্বেগের কারণ। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের হাতে এমন কোনো প্রমাণ নেই, যা দিয়ে প্রমাণ করা যায় যে মস্কো ইউক্রেনের যুদ্ধ মোলদোভায় প্রসারিত করতে চায়। 

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না