হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্যে তাপমাত্রা রেকর্ড ছাড়াল, দাবানলে পুড়ছে ঘর

যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো তাপমাত্রা রেকর্ড ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার দেশটিতে সর্বোচ্চ ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় লিংকনশায়ারের কনিংসবিতে। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের ৩৩টি জায়গায় তাপমাত্রা আগের রেকর্ডকে ছাড়িয়ে যায়।

বিবিসি প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে দাবানল। দাবানল বেড়ে যাওয়ায় এটিকে ‘বড় ধরনের ঘটনা’ বলে ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

পূর্ব লন্ডনের ওয়েলিংটনে ঘরবাড়ি পুড়ে গেছে। তাপ নিয়ন্ত্রণে কাজ করছে শত শত দমকলকর্মী। অনেক বাসিন্দাকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। তারা বিবিসিকে জানিয়েছেন, আটটি বাড়ি এবং একটি স্থানীয় গির্জা আগুনে পুড়েছে। ঘটনাস্থলে থাকা এক দমকলকর্মী বলেন, মনে হচ্ছে এটি সত্যিকারের নরক। 

আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতিতে অনেক জায়গাতেই রেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। রাজধানীতে যাত্রীদের প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন।

আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছেন আবহাওয়াবিদেরা।

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১