হোম > বিশ্ব > ইউরোপ

তেল-গ্যাস বিক্রিতে রুবলে লেনদেনের নির্দেশ পুতিনের

জ্বালানি ব্যবসার ক্ষেত্রে রাশিয়ার মুদ্রা রুবলে লেনদেন করার জন্য দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রমকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। শুক্রবার রাশিয়ার রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন। 

ইউরোপীয় দেশগুলো জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে রুবলে লেনদেন করতে অস্বীকার করলে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নে গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে কি না—এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘গ্যাজপ্রমকে রুবলে লেনদেন করার জন্য প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে, বলা ভালো, এই সপ্তাহে বাকি থাকা চার দিনের মধ্যে গ্যাজপ্রমকে একটি সিস্টেম তৈরি করতে হবে।’ 

পেসকভ আরও বলেন, পুতিনের আদেশ দেশটির বেসরকারি খাতে গ্যাস উৎপাদক প্রতিষ্ঠান নোভাটেকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 

এর আগে গত বুধবার পুতিন বলেছেন, রাশিয়া যেসব দেশকে ‘বন্ধু’ বলে মনে করে না, তাদের কাছ থেকে গ্যাস বিক্রির ক্ষেত্রে রুবলে মূল্য পরিশোধ করতে হবে। তবে ইউরোপের রুশ গ্যাসের অন্যতম বড় বাজার জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস গত বৃহস্পতিবার পুতিনের দাবি প্রত্যাখ্যান করেছেন। 

এদিকে শুক্রবার বার্লিনে একটি সংবাদ সম্মেলনের সময় জার্মানির অর্থনীতিবিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক বলেছেন, ‘পুতিনের এমন দাবি একধরনের ব্ল্যাকমেইল। পুতিনের নির্দেশ জার্মানির গ্যাজপ্রমের সঙ্গে করা চুক্তির লঙ্ঘন।’ 

এ সময় হ্যাবেক জার্মানি কীভাবে রাশিয়ার ওপর থেকে তাদের জ্বালানিনির্ভরতা কমিয়ে ফেলছে তার একটি রূপরেখা দেন। হ্যাবেক বলেন, ‘জার্মানি অতিদ্রুত রুশ জ্বালানি থেকে নিজেদের নির্ভরতা কাটিয়ে উঠছে।’ 

এদিকে, ইউরোপ সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালের মধ্যেই ইউরোপে কমপক্ষে ১৫ বিলিয়ন ঘনমিটার তরল গ্যাস সরবরাহ করার পরিকল্পনা ঘোষণা করেছেন। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট