হোম > বিশ্ব > ইউরোপ

৪ হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে ডুবে গেল জাহাজ

প্রায় ৪ হাজার গাড়ি নিয়ে সমুদ্রে ডুবে গেছে একটি জাহাজ। বিশ্বখ্যাত গাড়ির ব্র্যান্ড পোর্শে ও বেন্টলি নির্মিত গাড়িগুলো নিয়ে জার্মানির এমডেন বন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে যাওয়ার পথে পর্তুগিজ অ্যাজোরস দ্বীপপুঞ্জের কাছে ডুবে গেছে।

জাহাজটি এর আগে অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল। আগুন লাগার প্রায় দুই সপ্তাহ পর জাহাজটি ডুবে গেল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, ফেলিসিটি এস নামের জাহাজটি পোর্শে ও বেন্টলির মতো বিখ্যাত ব্র্যান্ডের প্রায় ৪ হাজার গাড়ি পরিবহন করছিল। জাহাজটি জার্মানির এমডেন বন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে যাওয়ার পথে ১৬ ফেব্রুয়ারি আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পর জাহাজটির সব ক্রুদের সরিয়ে নেওয়া হয়।

ঘটনাস্থলের নিকটবর্তী বন্দর ফায়েল দ্বীপের ক্যাপ্টেন জোয়াও মেন্ডেস ক্যাবেকাস রয়টার্সকে জানিয়েছেন, ডুবে যাওয়ার পর জাহাজটির তেলের লাইনে কোনো ধরনে ছিদ্রের খবর পাওয়া যায়নি। তবে তাঁর আশঙ্কা, জাহাজটি আটলান্টিকের তলদেশে যে গভীরতায় (প্রায় সাড়ে ৩ হাজার মিটার) রয়েছে তাতে জাহাজটির জ্বালানী ট্যাঙ্কগুলি ক্ষতিগ্রস্থ হতে পারে।

পর্তুগালের নৌবাহিনী জানিয়েছে, আগুনে কেউ আহত হয়নি। ২২ জন ক্রুকে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। পরে নৌবাহিনীর সহায়তায় পর্তুগিজ বিমান বাহিনী ওই এলাকার আশপাশে থাকা চারটি বাণিজ্যিক জাহাজ সরিয়ে নিয়েছে।

এ দিকে, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভোক্সওয়াগেন জানিয়েছে, গাড়ি গুলো ডুবে যাওয়ায় প্রায় ১৫৫ মিলিয়ন ডলারেও বেশি ক্ষতি হয়েছে। অপরদিকে, বেন্টলি নিশ্চিত করেছে, তাঁদের ১৮৯টি গাড়ি এবং পোর্শে বলছে তাঁদের প্রায় ১১০০টি গাড়ি জাহাজে ছিল।

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ