হোম > বিশ্ব > ইউরোপ

পূর্ব ইউক্রেন খালি করার ঘোষণা বিদ্রোহীদের 

রাশিয়া যেকোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে এমন ডামাডোলের মধ্যেই পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা সেই অঞ্চল খালি করার ঘোষণা দিয়েছে। রাশিয়া সমর্থিত ওই বিদ্রোহীরা স্থানীয় বেসামরিক বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে রাশিয়ার উদ্দেশে পাঠিয়ে দেবে। স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চলের দনেৎস্ক এবং লুহানস্কের বিদ্রোহীরা এ ঘোষণা দেয়। 

ইউক্রেন সরকার দেশটির বিতর্কিত ডনবাসে অস্ত্রবিরতি ভঙ্গ করে সেখানে গোলা বর্ষণ করেছে এমন ঘটনার পরপরই এই ঘোষণা এল স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) এবং দনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর প্রধানদের পক্ষ থেকে। 

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বঘোষিত দনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘যারা রাশিয়ায় যাবে রাশিয়া তাঁদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে সম্মত হয়েছে। নারী, শিশু ও বৃদ্ধদের আগে সরিয়ে নিতে হবে।’ লুহানস্ক, একই রকম ঘোষণা দিয়েছে। 

পূর্ব ইউক্রেনের ওই দুটি বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলে কয়েক লক্ষ বেসামরিক নাগরিক বসবাস করেন। এদের বেশির ভাগই রাশিয়ান ভাষাভাষী ও অনেককে ইতিমধ্যেই রাশিয়ান নাগরিকত্ব দেওয়া হয়েছে। 

এ দিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তিনি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চলমান সংকট নিরসনে আলোচনার জন্য প্রস্তুত। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা চলাকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রুশ পররাষ্ট্রমন্ত্রীকে আগামী সপ্তাহে ইউরোপের যেকোনো একটি দেশে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন। তবে কোনো পক্ষই বৈঠকের তারিখ জানায়নি।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস