হোম > বিশ্ব > ইউরোপ

পূর্ব ইউক্রেন খালি করার ঘোষণা বিদ্রোহীদের 

রাশিয়া যেকোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে এমন ডামাডোলের মধ্যেই পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা সেই অঞ্চল খালি করার ঘোষণা দিয়েছে। রাশিয়া সমর্থিত ওই বিদ্রোহীরা স্থানীয় বেসামরিক বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে রাশিয়ার উদ্দেশে পাঠিয়ে দেবে। স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চলের দনেৎস্ক এবং লুহানস্কের বিদ্রোহীরা এ ঘোষণা দেয়। 

ইউক্রেন সরকার দেশটির বিতর্কিত ডনবাসে অস্ত্রবিরতি ভঙ্গ করে সেখানে গোলা বর্ষণ করেছে এমন ঘটনার পরপরই এই ঘোষণা এল স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) এবং দনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর প্রধানদের পক্ষ থেকে। 

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বঘোষিত দনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘যারা রাশিয়ায় যাবে রাশিয়া তাঁদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে সম্মত হয়েছে। নারী, শিশু ও বৃদ্ধদের আগে সরিয়ে নিতে হবে।’ লুহানস্ক, একই রকম ঘোষণা দিয়েছে। 

পূর্ব ইউক্রেনের ওই দুটি বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলে কয়েক লক্ষ বেসামরিক নাগরিক বসবাস করেন। এদের বেশির ভাগই রাশিয়ান ভাষাভাষী ও অনেককে ইতিমধ্যেই রাশিয়ান নাগরিকত্ব দেওয়া হয়েছে। 

এ দিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তিনি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চলমান সংকট নিরসনে আলোচনার জন্য প্রস্তুত। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা চলাকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রুশ পররাষ্ট্রমন্ত্রীকে আগামী সপ্তাহে ইউরোপের যেকোনো একটি দেশে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন। তবে কোনো পক্ষই বৈঠকের তারিখ জানায়নি।

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল