হোম > বিশ্ব > ইউরোপ

ওমিক্রন নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করল ফ্রান্স

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে করোনা বাড়ছে লাফিয়ে। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করেছে ইউরোপের দেশ ফ্রান্স। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনার নতুন বিধিনিষেধ আগামী ৩ জানুয়ারি থেকে কার্যকর হবে। যাদের পক্ষে অফিসে না এসে বাড়ি থেকে কাজ করা সম্ভব, তাঁরা বাড়িতেই কাজ করবেন। অভ্যন্তরীণ যেকোনো অনুষ্ঠানে লোকসমাগম দুই হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। 

গত শনিবার প্রথমবারের মতো ফ্রান্সে এক দিনে করোনায় লক্ষাধিক মানুষ শনাক্ত হয়। এর পরিপ্রেক্ষিতেই মূলত কঠোর বিধিনিষেধের এ ঘোষণা এল। 

ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স বলেছেন, নতুন বছরের আগের দিন কারফিউ থাকবে না। করোনা প্রসঙ্গে তিনি বলেন, এই মহামারিকে মনে হচ্ছে এটি এমন এক সিনেমা, যার কোনো সমাপ্তি নেই। 

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান বলেন, প্রতি দুই দিনে করোনা সংক্রমণ দ্বিগুণ হচ্ছে। 

করোনার নতুন বিধি অনুযায়ী নাইটক্লাব বন্ধ থাকবে। ক্যাফে ও বারে শুধু টেবিল সার্ভিস দেওয়া যাবে। শহরের কেন্দ্রগুলোতে মাস্ক বাধ্যতামূলক থাকবে। 

নতুন বিধিনিষেধ জারি করা হলেও লকডাউনের পথে হাঁটার আপাতত পরিকল্পনা নেই ফ্রান্সের। দেশের স্কুলগুলো আগামী ৩ জানুয়ারি থেকে খোলার কথা রয়েছে।

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে