হোম > বিশ্ব > ইউরোপ

ওমিক্রন নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করল ফ্রান্স

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে করোনা বাড়ছে লাফিয়ে। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করেছে ইউরোপের দেশ ফ্রান্স। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনার নতুন বিধিনিষেধ আগামী ৩ জানুয়ারি থেকে কার্যকর হবে। যাদের পক্ষে অফিসে না এসে বাড়ি থেকে কাজ করা সম্ভব, তাঁরা বাড়িতেই কাজ করবেন। অভ্যন্তরীণ যেকোনো অনুষ্ঠানে লোকসমাগম দুই হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। 

গত শনিবার প্রথমবারের মতো ফ্রান্সে এক দিনে করোনায় লক্ষাধিক মানুষ শনাক্ত হয়। এর পরিপ্রেক্ষিতেই মূলত কঠোর বিধিনিষেধের এ ঘোষণা এল। 

ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স বলেছেন, নতুন বছরের আগের দিন কারফিউ থাকবে না। করোনা প্রসঙ্গে তিনি বলেন, এই মহামারিকে মনে হচ্ছে এটি এমন এক সিনেমা, যার কোনো সমাপ্তি নেই। 

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান বলেন, প্রতি দুই দিনে করোনা সংক্রমণ দ্বিগুণ হচ্ছে। 

করোনার নতুন বিধি অনুযায়ী নাইটক্লাব বন্ধ থাকবে। ক্যাফে ও বারে শুধু টেবিল সার্ভিস দেওয়া যাবে। শহরের কেন্দ্রগুলোতে মাস্ক বাধ্যতামূলক থাকবে। 

নতুন বিধিনিষেধ জারি করা হলেও লকডাউনের পথে হাঁটার আপাতত পরিকল্পনা নেই ফ্রান্সের। দেশের স্কুলগুলো আগামী ৩ জানুয়ারি থেকে খোলার কথা রয়েছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট