হোম > বিশ্ব > ইউরোপ

ডয়চে ভেলের মস্কো ব্যুরো বন্ধ করল রাশিয়া

মস্কোতে অবস্থিত জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের ব্যুরো কার্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছে রাশিয়া। পরে আজ শুক্রবার সকালে ব্যুরো কার্যালয়টি বন্ধ করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন রাশিয়ার তরফ থেকে এমন ঘোষণা এল। এমন পদক্ষেপ রাশিয়া ও পশ্চিমের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত বুধবার ‘সম্প্রচার লাইসেন্স নেই’ এমন অভিযোগ তুলে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক আরটির জার্মান ভাষার চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করে জার্মান সরকার।

ঠিক এক দিন পরই ডয়চে ভেলের মস্কো ব্যুরো বন্ধ ঘোষণা করল রাশিয়া।

গতকাল বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক আরটির জার্মান ভাষার চ্যানেল বন্ধ করার প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। ডয়চে ভেলেকে ‘বিদেশি এজেন্ট’ উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানির এই সংবাদমাধ্যম বিদেশি এজেন্ট হিসেবে কাজ করছে। এদের কর্মকাণ্ড সন্দেহজনক।

এদিকে রাশিয়ার এই সিদ্ধান্তকে সম্পূর্ণ ‘অযৌক্তিক’ এবং ‘বাড়াবাড়ি রকমের প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেছে ডয়চে ভেলে।

জার্মানির সংস্কৃতিমন্ত্রী ক্লডিয়া রথ বলেছেন, আরটি চ্যানেলের ওপর বার্লিন যে রায় দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে রাশিয়ার এই পদক্ষেপ (ডয়চে ভেলের মস্কো ব্যুরো বন্ধ) সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি রাশিয়া সরকারকে অনুরোধ করে বলেন, ‘শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে আরটির লাইসেন্সিং সমস্যার অপব্যবহার না করার জন্য অনুরোধ করছি।’ ডয়চে ভেলের প্রধান পিটার লিমবার্গও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমরা মর্মাহত। রাশিয়া সরকার বাড়াবাড়ি রকমের প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমরা যদি শেষ পর্যন্ত রাশিয়ায় ডয়চে ভেলের কার্যক্রম বন্ধ করে দিই, তাতে আমাদের খুব একটা সমস্যা হবে না। আমরা বরং কাভারেজ আরও বাড়িয়ে তুলব।’ 

ডয়চে ভেলের মস্কো ব্যুরোর প্রধান জুরি রিচেতো জানান, তাঁকে শুক্রবার সকালের মধ্যে মস্কো ব্যুরো কার্যালয় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ডয়চে ভেলে একটি জার্মানভিত্তিক সংবাদমাধ্যম। জার্মান ভাষাসহ বিশ্বের ৩০টি ভাষায় এর কার্যক্রম সম্প্রচারিত হয়।

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল