হোম > বিশ্ব > ইউরোপ

সুইডেনে কোরআন পোড়ানো ইরাকি যুবক জীবিত, নরওয়েতে গ্রেপ্তার 

নরওয়েতে মারা যাননি সুইডেনে একাধিকবার কোরআন পোড়ানো যুবক সালওয়ান মোমিকা। তবে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, মোমিকাকে আবারও সুইডেনে ফেরত পাঠাবে নরওয়ে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যম ইতালির একটি অপরিচিত সম্প্রচারমাধ্যম রেডিও জেনোয়ার বরাত দিয়ে খবর প্রকাশ করেছিল যে, সুইডেনে একাধিকবার কোরআন পোড়ানো ইরাকি যুবক সালওয়ান মোমিকা মারা গেছেন। পরে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। 

সালওয়ান মোমিকা গত সপ্তাহে এএফপিকে জানিয়েছিলেন, তিনি নরওয়েতে যাবেন আশ্রয়লাভের জন্য। তবে সম্ভবত তাঁর সেই আশা পূর্ণ হবে না। নরওয়ের রাজধানী অসলোর একটি জেলা আদালতে চলমান মোমিকাসংক্রান্ত মামলার নথিপত্রের কপি এএফপির কাছে আছে। সেখান থেকে দেখা গেছে, মোমিকাকে গত ২৮ মার্চ গ্রেপ্তার করা হয়েছে। তার ঠিক আগের দিন তিনি দেশটিতে পৌঁছান। 

পরে ওই মামলার শুনানি অনুষ্ঠিত হয় গত ৩০ মার্চ এবং সেখানে তাঁকে চার সপ্তাহের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নরওয়ের অভিবাসন বিভাগের অনুরোধক্রমে ইউরোপীয় ইউনিয়নের আইন অনুসারে মোমিকাকে ফের সুইডেনে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 
 
আদালতের নির্দেশে বলা হয়, আনুষ্ঠানিক ও বাস্তবসম্মত সব ব্যবস্থা গ্রহণের পরপরই তাঁর প্রত্যাবাসনের বিষয়টি কার্যকর করতে হবে। আদালতে পুলিশ অনুরোধ করেছিল, যতক্ষণ না আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়, ততক্ষণ তাঁকে জেল হেফাজতে রাখা হোক। কারণ, এমনটা না হলে মোমিকা আদালতের আদেশ অমান্য করে নরওয়ের কোথাও লুকিয়ে পড়তে পারেন। 

ইরাকি যুবক মোমিকার সুইডেনে কোরআন পোড়ানোর বিষয়টি বিশ্বজুড়ে বিশেষ করে মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। তাঁর কোরআন পোড়ানোর ঘটনার পরিপ্রেক্ষিতে ইরাকি বিক্ষোভকারীরা দেশটিতে সুইডিশ দূতাবাসে ভাঙচুর চালায়। এমনকি দ্বিতীয় দফায় বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুনই ধরিয়ে দেয়। 

ইরাকি যুবক মোমিকা অভিবাসনপ্রত্যাশী হিসেবে সুইডেনে গিয়েছিলেন। কিন্তু গত বছরের অক্টোবরে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি তাঁর বসবাসের অনুমতি বাতিল করে। কারণ হিসেবে উল্লেখ করা হয়, মোমিকা তাঁর আবেদনের সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন। সে সময় সালওয়ান মোমিকা বলেছিলেন, তাঁর ইরাকে ফিরতে গেলে নিরাপত্তাজনিত সমস্যা সৃষ্টি হতে পারে।

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা