হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনকে দেওয়া অস্ত্র যাচ্ছে তালেবানের হাতে

এএফপি, ওয়াশিংটন

ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে লড়াই জোরদার করতে ৪২ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সরঞ্জাম দেবে তারা। পশ্চিমা বিশ্বের দেওয়া অস্ত্র নিয়ে নতুন অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পশ্চিমা বিশ্ব ইউক্রেনের হাতে যে অস্ত্র তুলে দিচ্ছে, তা তালেবানের হাতে যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে যে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে, এর মধ্যে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, গোলাবারুদ ও ট্যাংকবিধ্বংসী অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ঘোষণা করা সাহায্যের মধ্যে ১২ কোটি ৫০ লাখ ডলারের সরঞ্জাম খুব শিগগির দেওয়া হবে, যা যুদ্ধক্ষেত্রে এখনই প্রয়োজন। আর ৩০ কোটি ডলার দেওয়া হবে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের (ইউএসএআই) মাধ্যমে। অর্থাৎ এই অর্থ দিয়ে বাজার থেকে অস্ত্র সংগ্রহ করে তা ইউক্রেনের হাতে তুলে দেওয়া হবে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেনকে পশ্চিমা বিশ্বের অস্ত্রসহায়তা প্রসঙ্গে শুক্রবার পুতিন বলেন, পশ্চিমাদের দেওয়া অস্ত্র ইউক্রেন হয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে অবৈধ অস্ত্রবাজারের মাধ্যমে। এরপর সেই অস্ত্র বিক্রি করা হচ্ছে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের কাছে।

পশ্চিমা দেশগুলোর বেশ কয়েকজন কর্মকর্তা এ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট