হোম > বিশ্ব > ইউরোপ

শস্য চুক্তির আওতায় ১০০ কোটি কেজি খাবার রপ্তানি করেছে ইউক্রেন: জেলেনস্কি

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শস্য চুক্তি হওয়ার পর কৃষ্ণসাগর বন্দর থেকে এ পর্যন্ত ১০০ কোটি কেজি কৃষি পণ্য রপ্তানি করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেছেন। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

এক ভাষণে জেলেনস্কি বলেন, এ পর্যন্ত শস্যবোঝাই ৪৪টি জাহাজ ১৫টি দেশের উদ্দেশে ছেড়ে গেছে। আরও শস্যবোঝাই জাহাজ ইউক্রেন থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এসংক্রান্ত ৭০টি আবেদন জমা পড়েছে। জেলেনস্কি আরও বলেন, কিয়েভের লক্ষ্য মাসে ৩০০ কোটি কেজি খাবার রপ্তানি করা। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে অবরুদ্ধ হয়ে পড়ে ইউক্রেনের বন্দরগুলো। ফলে বন্ধ হয়ে যায় খাদ্য রপ্তানি। এতে বিশ্বের বিভিন্ন দেশে দেখা দেয় খাদ্যসংকট। পরে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শস্য চুক্তি হয়। শস্য চুক্তির আওতায় গত ১ আগস্ট শস্যবাহী প্রথম জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে যায়। 

এদিকে রুশ বাহিনীর দখলে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে ইউক্রেনের পাওয়ার গ্রিডের শেষ সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র খুবই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক অবস্থায় রয়েছে। 

উল্লেখ্য, ন্যাটোতে যোগদানকে কেন্দ্র করে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। যুদ্ধ এখনো চলমান রয়েছে। প্রতিদিনই হতাহতের ঘটনা ঘটছে।

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল