ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কৃষ্ণসাগরে রুশ যুদ্ধ জাহাজ ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। গতকাল বুধবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওডেসার গভর্নর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ওডেসার গভর্নর ম্যাক্সিম মার্চেনকো বলেন, কৃষ্ণসাগরে নেপচুন ক্ষেপণাস্ত্র রাশিয়ান জাহাজের খুব মারাত্মক ক্ষতি করেছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্টোভিচ ইউটিউবে একটি সম্প্রচারে অংশ নিয়ে বলেন, রুশ যুদ্ধজাহাজ দ্য মোস্কভা প্রবলভাবে জ্বলছে। এই ঝোড়ো সমুদ্রের তারা সাহায্য পাবে কি না তা অজানা। সেখানে ৫১০ জন ক্রু সদস্য আছে।
এদিকে রাশিয়ার পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।