হোম > বিশ্ব > ইউরোপ

এফ-১৬ যুদ্ধবিমান হারিয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন জেলেনস্কি

আজকের পত্রিকা ডেস্ক­

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: এএফপি

রাশিয়ার মুহুর্মুহু বিমান হামলা প্রতিহত করতে গিয়ে এক পাইলটসহ এফ-১৬ যুদ্ধবিমান হারানোর পর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদারে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, রাশিয়ার হাতে যদি ব্যাপক হামলা চালানোর সক্ষমতা থাকে, তাহলে তারা থামবে না।

গত বছর যুক্তরাষ্ট্র নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার শুরুর পর ইউক্রেন এ নিয়ে তিনটি এফ-১৬ হারাল। কিয়েভ এখন পর্যন্ত এফ-১৬ বহরের সঠিক সংখ্যা প্রকাশ না করলেও এসব বিমান ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থার প্রধান ও বহুল ব্যবহৃত অংশে পরিণত হয়েছে।

চতুর্থ বছরে গড়ানো যুদ্ধে ইউক্রেনের দিকে সাম্প্রতিক সময়ে ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া।

এমন পরিপ্রেক্ষিতে আজ রোববার তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর দিল ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কিয়েভে রুশ বিমান হামলার সাইরেন বাজতেই পরিবারগুলো আশ্রয়ের জন্য মেট্রোস্টেশনে ছুটে যায়। রাজধানীজুড়ে গুলির ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। পশ্চিম ইউক্রেনের লভিভ শহরেও একই ধরনের শব্দ শোনা যায়, যদিও সেখানে এমন হামলা তুলনামূলকভাবে কম ঘটেছে।

পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, রুশ বিমান হামলার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, পাইলট ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমানটি জনবসতি থেকে দূরে নিয়ে যেতে সক্ষম হন। তবে তিনি নিজের আসনসহ দ্রুত বেরিয়ে আসতে পারেননি। তার আগেই বিমানটি ভেঙে পড়ে এবং তিনি নিহত হন।

ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রামে জানিয়েছে, পাইলট তাঁর বিমানে থাকা সব অস্ত্র ব্যবহার করে শত্রুর সাতটি লক্ষ্যবস্তু ভূপাতিত করেন। শেষ লক্ষ্যটিকে ভূপাতিত করার সময় তাঁর যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং নিচে নামতে শুরু করে।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, এক রাতের অভিযানে রাশিয়া ইউক্রেনের দিকে মোট ৪৭৭টি ড্রোন ও ৬০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

অন্যদিকে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার ২১১টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।

গত এক সপ্তাহেই রাশিয়া প্রায় ১১৪টি ক্ষেপণাস্ত্র, ১ হাজার ২৭০টি ড্রোন ও ১ হাজার ১০০টি গ্লাইড বোমা ব্যবহার করে বলে জানায় তারা।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার