গোলাবারুদ ফুরিয়ে যাওয়ায় ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী শেষ পর্যন্ত ‘বেলচা’ নিয়ে লড়াই করছে। গোয়েন্দা সূত্রের বরাতে এমন দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অস্ত্র ও গোলাবারুদের মজুত ফুরিয়ে আসায় সম্মুখ লড়াইয়ে নামতে হচ্ছে রুশ যোদ্ধাদের। এমন পরিস্থিতিতে এক ধরনের বিশেষ বেলচা ব্যবহার করছে তারা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গেল ফেব্রুয়ারির শেষ নাগাদ ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে বিশেষ ধরনের বেলচা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। বেলচাগুলো এমপিএল-৫০ নামে পরিচিত। এই বেলচার প্রথম নকশা করা হয়েছিল ১৮৬৯ সালে। পরে এতে কিছুটা পরিবর্তন আনা হয় বলে দাবি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
লড়াইয়ে এ ধরনের নিম্ন প্রযুক্তির ব্যবহারকে নৃশংসতা বলছে যুক্তরাজ্য। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া একজন রুশ সেনার বক্তব্য তুলে ধরে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমন অস্ত্রের ব্যবহার সম্পর্কে তিনি শারীরিক বা মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলেন না।
এক বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার গোলাবারুদের সংকটের বিষয়টি স্পষ্ট হচ্ছে বলে ধারণা যুক্তরাজ্যের। যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। এ ধরনের লড়াই ইউক্রেনের কোন জায়গায় হয়েছে বা হচ্ছে তাও উল্লেখ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে পূর্ব ইউক্রেনের বাখমুত শহর ‘প্রায় ঘিরে ফেলেছে’ রুশ বাহিনী। অবরুদ্ধ বাখমুতে রুশ বাহিনী ভালো অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান বলেছেন, গত কয়েক মাসের অব্যাহত আক্রমণে বাখমুত প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটি সব দিক থেকে ঘিরে ফেলা হলেও একটি দিকের রাস্তা এখনো ইউক্রেনের সেনাদের জন্য খোলা রাখা হয়েছে। তবে বাখমুতের ফ্রন্ট লাইনে নিজেরা শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর।