হোম > বিশ্ব > ইউরোপ

নিখোঁজের এক মাস পর সেন্ট পিটার্সবার্গে দেখা মিলল প্রিগোঝিনের

দেখা মিলেছে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের। গত জুনের ২৪ তারিখে ব্যর্থ অভ্যুত্থানের পর থেকেই দেখা মিলছিল না তাঁর। অবশেষে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর তাঁর দেখা পাওয়া গেছে। তাও আবার খোদ রাশিয়ায়। দেশটির সেন্ট পিটার্সবার্গে প্রিগোঝিনকে দেখা গেছে রাশিয়ায় নিযুক্ত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সঙ্গে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের খবরে বলা হয়েছে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলছে রাশিয়া-আফ্রিকা সামিট। ঠিক এই সময়েই শহরটিতে দেখা গেছে ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনকে। তাকে রাশিয়ায় নিযুক্ত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সঙ্গে হাত মেলাতে দেখা গেছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ভাগনারের প্রতিনিধি এবং পরিচালক দিমিত্রি সিতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবি থেকে দেখা যায়, ভাগনার প্রধান প্রিগোঝিন রাশিয়ায় নিযুক্ত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সঙ্গে হাত মেলাচ্ছেন। 

গত জুনের ২৪ তারিখে ভাগনারের বিফল অভ্যুত্থানের পর এই প্রথম জনসমক্ষে দেখা গেল ইয়েভগেনি প্রিগোঝিনকে। 

একটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে যে, ফ্রেডি মাপুকার সঙ্গে ভাগনার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয় সেন্ট পিটার্সবার্গের ট্রেজিনি প্যালেস হোটেলে। এ ছাড়া প্রিগোঝিনের মালিকানাধীন একটি সংবাদমাধ্যম ছবির ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত করেছে সেটি ট্রেজিনি প্যালেস হোটেল। 

এ ছাড়া, বিবিসি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করেও দেখেছে যে, ছবিতে থাকা ব্যক্তির সঙ্গে প্রিগোঝিনের মিল রয়েছে ৯৯ শতাংশ। এর বাইরে, ফ্রেডি মাপুকার গলায় যে ফিতা ঝুলছিল তা ভালো করে বিশ্লেষণ করে দেখা গেছে যে, সেটি রাশিয়া-আফ্রিকা সামিটে আগত অতিথিদের জন্যই বরাদ্দ করা হয়েছে। ফলে সন্দেহের কোনো অবকাশ নেই যে, ভাগনার প্রধান সেন্ট পিটার্সবার্গে ছিলেন।

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা