হোম > বিশ্ব > ইউরোপ

নিখোঁজের এক মাস পর সেন্ট পিটার্সবার্গে দেখা মিলল প্রিগোঝিনের

দেখা মিলেছে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের। গত জুনের ২৪ তারিখে ব্যর্থ অভ্যুত্থানের পর থেকেই দেখা মিলছিল না তাঁর। অবশেষে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর তাঁর দেখা পাওয়া গেছে। তাও আবার খোদ রাশিয়ায়। দেশটির সেন্ট পিটার্সবার্গে প্রিগোঝিনকে দেখা গেছে রাশিয়ায় নিযুক্ত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সঙ্গে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের খবরে বলা হয়েছে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলছে রাশিয়া-আফ্রিকা সামিট। ঠিক এই সময়েই শহরটিতে দেখা গেছে ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনকে। তাকে রাশিয়ায় নিযুক্ত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সঙ্গে হাত মেলাতে দেখা গেছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ভাগনারের প্রতিনিধি এবং পরিচালক দিমিত্রি সিতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবি থেকে দেখা যায়, ভাগনার প্রধান প্রিগোঝিন রাশিয়ায় নিযুক্ত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সঙ্গে হাত মেলাচ্ছেন। 

গত জুনের ২৪ তারিখে ভাগনারের বিফল অভ্যুত্থানের পর এই প্রথম জনসমক্ষে দেখা গেল ইয়েভগেনি প্রিগোঝিনকে। 

একটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে যে, ফ্রেডি মাপুকার সঙ্গে ভাগনার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয় সেন্ট পিটার্সবার্গের ট্রেজিনি প্যালেস হোটেলে। এ ছাড়া প্রিগোঝিনের মালিকানাধীন একটি সংবাদমাধ্যম ছবির ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত করেছে সেটি ট্রেজিনি প্যালেস হোটেল। 

এ ছাড়া, বিবিসি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করেও দেখেছে যে, ছবিতে থাকা ব্যক্তির সঙ্গে প্রিগোঝিনের মিল রয়েছে ৯৯ শতাংশ। এর বাইরে, ফ্রেডি মাপুকার গলায় যে ফিতা ঝুলছিল তা ভালো করে বিশ্লেষণ করে দেখা গেছে যে, সেটি রাশিয়া-আফ্রিকা সামিটে আগত অতিথিদের জন্যই বরাদ্দ করা হয়েছে। ফলে সন্দেহের কোনো অবকাশ নেই যে, ভাগনার প্রধান সেন্ট পিটার্সবার্গে ছিলেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট