রাশিয়ায় একটি বাসে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রুশ বার্তা সংস্থা আরআইএ জানায়, বৃহস্পতিবার রাতে মধ্যাঞ্চলীয় ভরোনেঝ শহরে একটি বাসে বিস্ফোরণ ঘটে। ওই সময় বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের বরাতে আরআইএ বলছে, এ বিস্ফোরণে একজন নারী নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।
বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে পৌঁছেছেন রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) কর্মকর্তারা। তাঁরা এই ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে এ বিস্ফোরণের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি।