হোম > বিশ্ব > ইউরোপ

নিজেই নিজেকে বিয়ে করতে যাচ্ছেন ভারতীয় তরুণী

ভারতের ২৪ বছর বয়সী এক তরুণী নিজেই নিজেকে বিয়ে করতে যাচ্ছেন। জুনের ১১ তারিখে বিয়ে করার জন্য সব আয়োজন সম্পন্ন করেছেন তিনি, শুধু বর ছাড়া। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ভারতীয় ওই তরুণীর নাম ক্ষমা বিন্দু। তিনি গুজরাটের বাসিন্দা। ধারণা করা হচ্ছে, ক্ষমার এ বিয়ে হতে যাচ্ছে গুজরাটের প্রথম ‘স্ববিবাহ’ বা সলোগামি। 

ব্যতিক্রমী এই বিয়ে সম্পর্কে ক্ষমা বিন্দু জানান, বিয়েতে সাত পাঁকে ঘোরা, সিঁদুর ও অন্যান্য ঐতিহ্যবাহী সব রীতিনীতি মানা হবে। শুধু বর ও বারাত (বরযাত্রী) থাকবে না। 

ক্ষমা বলেন, ‘আমি কখনোই বিয়ে করতে চাইনি। কিন্তু বউ হতে চেয়েছিলাম। তাই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। সম্ভবত আমিই প্রথম ব্যক্তি, যিনি ভারতে আত্মপ্রেমের উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে।’ 

নিজেকে বিয়ে করার পক্ষে ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘স্ববিবাহ হচ্ছে নিজের প্রতি নিজে প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং নিজেকে নিঃশর্তভাবে ভালোবাসা। মানুষ যাকে ভালোবাসে, তাকেই বিয়ে করে। আমি নিজেকে ভালোবাসি, তাই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।’

এ ধরনের বিয়েকে অনেকেই অস্বাভাবিক মনে করতে পারেন বলে স্বীকার করেন ক্ষমা বিন্দু। তিনি বলেন, ‘আমি আসলে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাইছি। সমাজকে একটি বার্তা দিতে চাইছি। আর সেটি হচ্ছে নারীরাও গুরুত্বপূর্ণ।’ তাঁর মা-বাবা এ বিয়েকে মেনে নিয়েছেন বলেও জানান তিনি। ক্ষমার ভাষ্য, ‘আমার মা-বাবা উদারমনা। তাঁরা স্ববিবাহকে মেনে নিয়েছেন।’ 

ক্ষমার বিয়ে স্থানীয় একটি মন্দিরে অনুষ্ঠিত হবে। বিয়ের পর দুই সপ্তাহের মধুচন্দ্রিমা উদ্‌যাপন করতে গোয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন ক্ষমা। 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ক্ষমা বিন্দু একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। 

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক