হোম > বিশ্ব > ইউরোপ

যুদ্ধের ব্যয়ভার মেটাতে করপোরেট ও ব্যক্তিগত খাতে কর বাড়াচ্ছে রাশিয়া

ইউক্রেনে যুদ্ধের ব্যয় বাড়তে থাকায় বিভিন্ন ব্যবসায়, সম্পদশালী ব্যক্তিদের ওপর বাড়তি কর বসানোর পরিকল্পনা করেছে রাশিয়া। ভ্লাদিমির পুতিন পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রাশিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা নতুন একধরনে প্রগতিশীল আয়কর আরোপের চিন্তা করেছে। এর বাইরে রুশ অর্থ মন্ত্রণালয় করপোরেট মুনাফার ওপর বাড়তি ৫ শতাংশ কর যোগ করতে চাইছে। আগে এই করের পরিমাণ ছিল ২০ শতাংশ। নতুন এই বাড়তি কর যুক্ত হবে ২০২৫ সাল থেকে। বিভিন্ন খনিজ পদার্থ যেমন—লোহা, পটাশ, ফসফেটের ওপরেও বাড়তি শুল্ক যোগ করা হবে। 

ইন্টারফ্যাক্সের প্রতিবেদন অনুসারে, বাড়তি এই কর আরোপের ফলে রাশিয়ার অর্থনীতিতে ২ লাখ ৬০ হাজার কোটি রুবল যোগ করবে ২০২৫ সালের মধ্যে। যা মার্কিন ডলারে ২৯ দশমিক ৪ বিলিয়ন ডলারের সমান। এই অর্থের অধিকাংশই আসবে বিভিন্ন ধরনে করপোরেট মুনাফার ওপর আরোপিত কর থেকে। 

রুশ অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এবিষয়ক প্রস্তাবগুলো মন্ত্রিসভায় জমা দেওয়া হয়েছে এবং আগামী গ্রীষ্মকালীন অবকাশের আগেই রুশ ফেডারেল পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় অনুমোদন পেতে পারে। নতুন প্রগতিশীল ব্যক্তিগত আয়কর আরোপের ফলে প্রায় ২০ লাখ মানুষকে বাড়তি কর দিতে হবে, যা দেশটির মোট কর্মশক্তির ৩ দশমিক ২ শতাংশ। 

রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ এক বিবৃতিতে বলেছেন, বর্তমানে যাঁরা বছরে ২৪ লাখ রুবল পর্যন্ত আয় করেন, তাঁদের জন্য বর্তমান থেকে ১৩ শতাংশ হারে এবং যাঁরা ৫ কোটি রুবলের বেশি আয় করেন, তাঁদের ২২ শতাংশ হারে প্রগতিশীল ব্যক্তিগত কর আরোপ করা হবে। 

উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের শেষ দিক থেকেই ঘাটতি বাজেটে চলছে, যা মূলত সে বছরের ফেব্রুয়ারির ২৪ তারিখে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের ব্যয়ভার মেটানোর ফলাফল। সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নিরাপত্তা খাতে মোট জিডিপির ৬ দশমিক ৭ শতাংশ ব্যয় করছে, যা ১৯৮০-র দশকে স্নায়ুযুদ্ধের সময়কার প্রতিরক্ষা ব্যয়ের কাছাকাছি।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা