হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় তৃতীয় সেতু উড়িয়ে দিল ইউক্রেন, বাফার জোন প্রতিষ্ঠার লক্ষ্য

রাশিয়ার কুরস্ক অঞ্চলে বেশ অগ্রগতি লাভ করেছে ইউক্রেনীয় বাহিনী। এবার অঞ্চলটিতে তৃতীয় আরেকটি সেতু উড়িয়ে দিয়েছে তারা। একই সঙ্গে তারা দাবি করেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি বাফার জোন প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কিয়েভের দাবি নিশ্চিত করেছে মস্কো। রাশিয়ার একটি তদন্ত কমিটি আজ সোমবার জানিয়েছে, কুরস্কের মধ্য দিয়ে প্রবাহিত সেইম নদীর ওপরে অবস্থিত সেতুটি ইউক্রেনীয় বাহিনী উড়িয়ে দিয়েছে। এ নিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে তৃতীয় সেতু উড়িয়ে দিল ইউক্রেন।

এদিকে, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সীমান্ত বরাবর একটি ‘বাফার জোন’ দরকার। কুরস্কে তৃতীয় সেতু উড়িয়ে দেওয়ার ঘটনায় ঘণ্টা খানিক পর জেলেনস্কি এই মন্তব্য করেন।

জেলেনস্কি বলেন, ‘এটি (বাফার জোন প্রতিষ্ঠা) এখন সামগ্রিকভাবে আমাদের আত্মরক্ষামূলক অপারেশনের প্রাথমিক কাজ। আমরা চাই, যতটা সম্ভব রাশিয়ার আক্রমণের সম্ভাবনাকে ঠেকিয়ে দিয়ে সর্বোচ্চ পরিমাণে পাল্টা আক্রমণ পরিচালনা করতে। যাতে করে আগ্রাসী (দেশটির কুরস্ক) অঞ্চলে একটি বাফার জোন তৈরি করা যায়।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটিই রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ। মূলত ২০২২ সালে রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেন প্রায় দুই সপ্তাহ ধরে রাশিয়ার ভূখণ্ডে এই হামলা চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনীয় বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেশুক রাশিয়ার দ্বিতীয় সেতুতে হামলার ফুটেজসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ‘আরও একটি সেতু ধ্বংস করা হয়েছে।’ এর আগে, চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেন রাশিয়ার গ্লুশকোভো শহরের কাছে সেইম নদীর ওপর আরেকটি সেতু ধ্বংস করে। এই সেতুটি সৈন্য সরবরাহের জন্য ব্যবহার করছিল রাশিয়া।

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল