হোম > বিশ্ব > ইউরোপ

রুশ বুবি ট্র্যাপ খেরসনকে ‘মৃত্যুর নগরীতে’ পরিণত করেছে: ইউক্রেন

ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার সৈন্যরা খেরসন ছেড়ে যাচ্ছে ঠিকই তবে যাওয়ার আগে বুবি ট্র‍্যাপ তৈরি করে যাচ্ছে। যার ফলে সামরিক বাহিনীর লোক তো বটেই বেসামরিক লোকজনেরও প্রাণহানি হচ্ছে। রাশিয়ার ফেলে যাওয়া বুবি ট্র্যাপ খেরসনকে ‘মৃত্যুর নগরীতে’ পরিণত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এক টুইটে বলেছেন, রাশিয়া খেরসনেকে মৃত্যুর নগরীতে পরিণত করতে চায়। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের বিষয়টি ভুয়া উল্লেখ করে এই টুইট করেন।

পদোলিয়াক তাঁর টুইটে দাবি করেন, রাশিয়ার সৈন্যরা বাসা-বাড়ি, নালা যেখানে পারছে সবখানেই মাইন পেতে রেখে গেছে। তিনি আরও বলেছেন, ‘রুশ গোলন্দাজ বাহিনীর সদস্যরা নিপার নদীর বাম তীরে গিয়ে অবস্থান নিয়েছে এবং পরিকল্পনা করেছে শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করবে।’ পদোলিয়াক আরও বলেন, ‘রাশিয়ার মোতায়েন করা সৈন্যরা খেরসন শহরে এসে লুটপাট করেছে, উৎসব পালন করেছে, মানুষকে হত্যা করেছে, সেগুলো দেখেছে এবং শহরটিকে ধ্বংসস্তূপ বানিয়ে চলে গেছে।

এদিকে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার রাশিয়ার সেনাবাহিনী বিষয়টি জানিয়েছে। গতকাল বুধবার দেওয়া ঘোষণা অনুসারে এই প্রত্যাহার শুরু হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে রাশিয়ার ঘোষণা ভুয়া বলে আখ্যা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক বলেছিলেন তিনি রুশ সৈন্য প্রত্যাহারের কোনো লক্ষণ দেখছেন না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, ‘আমরা কোনো লক্ষণ দেখছি না যে—রাশিয়া যুদ্ধ ছাড়াই খেরসন ছেড়ে চলে যাচ্ছে।’ 

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা