হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়া অন্তত ৪০০ হাসপাতাল গুঁড়িয়ে দিয়েছে: জেলেনস্কি

রুশ বাহিনী ইউক্রেনের অন্তত ৪০০ হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের অনেক হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের অভাবে চিকিৎসকেরা চিকিৎসাসেবা দিতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার একটি মেডিকেল দাতব্য সংস্থার কাছে পাঠানো ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘রুশ বাহিনীর দখল করা এলাকাগুলোতে পরিস্থিতি খুবই খারাপ। ওষুধের অভাবে ক্যানসার রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। এমনকি অ্যান্টিবায়োটিকের অভাবে সাধারণ চিকিৎসাসেবাও দেওয়া যাচ্ছে না।’ 

জেলেনস্কি আরও বলেন, ‘মারিউপোলের একটি মাতৃসদন হাসপাতাল গত ৯ মার্চ রুশ বাহিনী সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’ 

এদিকে রাশিয়া অভিযোগ করে বলেছে, হামলার ছবিগুলো মঞ্চস্থ করা হয়েছে এবং হাসপাতাল বলে দাবি করা স্থাপনাগুলো ইউক্রেনের সেনারা ব্যবহার করছিল। রুশ বাহিনী শুধু সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা কখনোই বেসামরিক মানুষদের লক্ষ্য করে হামলা করেনি। 

ইউক্রেন প্রায় প্রতিদিনই রুশদের গোলাবর্ষণ ও বেসামরিক মানুষদের হতাহতের খবর দিলেও এবং যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে অভিযুক্ত করলেও ক্রেমলিন বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে। 

দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেছেন, ‘গত মাসে একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণ এবং ক্রামতোর্স্ক শহরে তীব্র গোলাগুলিতে ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। এ ছাড়া অন্তত ২৫ জন আহত হয়েছে। সেখানে রুশ বাহিনীর গোলাবর্ষণে ৩২টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’ 

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল