রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন একটি আইনে স্বাক্ষর করেছেন যার মাধ্যমে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন তিনি। গতকাল সোমবার দেশটির সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী ২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের মেয়াদ শেষ হবে। আর এই নতুন আইনের কারণে আরও দুইবার ক্ষমতায় থাকতে পারবেন পুতিন।
রাশিয়ার সাংবিধানিক নিয়ম অনুযায়ী একজন প্রেসিডেন্ট ৬ বছর ক্ষমতায় থাকতে পারেন। এই নতুন আইনের মাধ্যমে পুতিন আরও দুই মেয়াদ অর্থাৎ আরও ১২ বছর ক্ষমতা ধরে রাখতে পারবেন ।
এরই মধ্যে এই আইনে সমর্থন জানিয়েছেন রাশিয়ার আইনপ্রণেতারা।
৬৮ বছর বয়সী পুতিন ২০১২ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে রাশিয়া শাসন করছেন পুতিন। এর আগে ১৯৯৯ সাল থেকে ২০০৮ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। এর মধ্যে ১৯৯৯ সাল থেকে ২০০০ পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে আবারও ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হন।