হোম > বিশ্ব > ইউরোপ

রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে ২১ জন নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর গোলার আঘাতে অন্তত ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। প্রায় এক মাস আগে এ অঞ্চলের একটি রেলস্টেশনে রুশ হামলায় ৫৯ জন নিহত হয়েছিলেন। দেশটির দোনেৎস্ক অঞ্চলের গভর্নর এ তথ্য জানিয়ে বলেছেন, রেলস্টেশনে হামলার পর এ অঞ্চলে এটিই সর্বোচ্চ মৃত্যু। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কো গতকাল মঙ্গলবার বলেন, এ অঞ্চলের আভদিভকা কোক কারখানায় রাশিয়ার সেনাবাহিনীর গোলার আঘাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। এ ছাড়া লিমান শহরে গোলাবর্ষণে ৫ জন, ভুগলেদারে ৪ জন এবং ভেলিকা নভোসিলকা ও শানদ্রিগোলোভ গ্রামে ২ জন নিহত হয়েছেন। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কোক কারখানাটি এশিয়ার বৃহত্তম কারখানাগুলোর একটি। এ কারখানা লক্ষ্য করে এর আগেও একাধিক হামলা হয়েছে। কারণ, এখানে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের সেনাদের সঙ্গে লড়াই করছে। 

কোক একটি উচ্চ কার্বন সমৃদ্ধ জ্বালানি এবং এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পপণ্য। এটি প্রধানত লোহা আকরিক গলানোর জন্য ব্যবহৃত হয়।

এদিকে গভর্নর পাভলো কিরিলেঙ্কো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমাদের ভূখণ্ডে সংঘটিত প্রতিটি অপরাধের জন্য রুশদের শাস্তি দেওয়া হবে।’ তিনি আরও বলেন, শ্রমিকেরা তাঁদের কাজ শেষ করে কারখানা থেকে বাড়ি যাওয়ার জন্য বাসস্টপে অপেক্ষা করছিলেন। সেই সময়ে রুশ বাহিনী হামলা করেছে। 

আভদিভকা হচ্ছে ইউক্রেনের একটি শিল্প শহর। শহরটি রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দখল করে রেখেছে। এখানে রুশ বাহিনী ইউক্রেনের সেনাদের সঙ্গে যুদ্ধ করছে। সম্প্রতি রুশ বাহিনী কিয়েভের দখলে থাকা পূর্ব দনবাসের অঞ্চলগুলোতে হামলা জোরদার করেছে। 

ইউক্রেন ন্যাটোতে যোগ দিচ্ছে—এমন অভিযোগ তুলে গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশটিতে হামলা শুরু করে রাশিয়া। দুই মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইতিমধ্যে ইউক্রেনের শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত মাসে মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এ পর্যন্ত ইউক্রেনের অন্তত তিন হাজার সৈন্য নিহত হয়েছেন। এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে দেড় শতাধিক শিশু নিহত হয়েছে। উদ্বাস্তু হয়েছে কয়েক লাখ মানুষ। 

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল